নতুন বছরেই বিয়ে, দম্পত্য জীবন সুখী করতে বাস্তুমতে বানান বিয়ের কার্ড
| Published : Dec 30 2020, 02:06 PM IST
নতুন বছরেই বিয়ে, দম্পত্য জীবন সুখী করতে বাস্তুমতে বানান বিয়ের কার্ড
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
বিয়ের কার্ডে মনে করে অবশ্যই স্বস্তিক চিহ্ন রাখুন এই চিহ্নের গুরুত্ব অপরিসীম।
27
বিয়ের কার্ডে পাত্রপাত্রীর ছবি না দেওয়াই ভালো বলে মনে করেন বাস্তুশাস্ত্র।
37
কোনও ভাবেই বিয়ের কার্ডের রং কালো বা ধূসর রং-এর করা উচিৎ নয়।
47
বর্তমানে নানা আকারের বিয়ের কার্ড বা ডিজাইনার কার্ডের ট্রেন্ড চলছে তবে আয়তাকার বা বর্গাকার বিয়ের কার্ডই শুভ বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা।
57
বিয়ের কার্ডে অনেকেই ঠাকুরের ছবি ব্যবহার করেন, তবে খেয়াল রাখতে হবে যেন কোনও ভাবেই বিয়ের কার্ডে নৃত্যরত গণেশের ছবি ব্যবহার না হয়।
67
বিয়ের কার্ডের শুভ শক্তি বৃদ্ধি করতে ফুলের পাঁপড়ি বা সুগন্ধি ব্যবহার করতে পারেন।
77
বিয়ের কার্ড লাল বা মেরুন রং হওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়।