কখন আইনি সমস্যা জটিল হয়ে ওঠে, জেনে নিন জ্যোতিষ মতে এর কারণগুলি
আইনি জটিলতায় জড়িয়ে দুর্বিষহ হয়ে ওঠে জীবন। জ্যোতিষশাস্ত্রের মতে রাশি বা লগ্নে গ্রহের প্রভাবে এই সমস্যার সম্মুখিন হতে হয়। জ্যোতিষশাস্ত্রের মতে কেতুর দশা এবং শনি ও মঙ্গলের অন্তর্দশায় থাকলে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি বা অবস্থানকারী গ্রহরা সঙ্গী অর্থাৎ নক্ষত্রে অবস্থান করে। অনেক সময় আমাদের জীবনে কোনও না কোনও কারণেই আইনি সমস্যায় জড়িয়ে পড়তে হয়। আর এই আইনি জটিলতায় জড়িয়ে দুর্বিষহ হয়ে ওঠে জীবন। জ্যোতিষশাস্ত্রের মতে রাশি বা লগ্নে গ্রহের প্রভাবে এই সমস্যার সম্মুখিন হতে হয়। জেনে নেওয়া যাক কোন সময়ে আমাদের জড়িয়ে পড়তে হয় আইনি সমস্যায়-
- FB
- TW
- Linkdin
জ্যোতিষশাস্ত্রের মতে কেতুর দশা এবং শনি ও মঙ্গলের অন্তর্দশায় থাকলে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।
কোনও ব্যক্তির যদি নীচস্থ বৃহস্পতির দশা এবং মঙ্গলের অন্তর্দশা চলে তবে অহেতুক মানহানি, পুলিশি সংক্রান্ত সমস্যা দেখা দেয়।
রাহু, মঙ্গল, শনি যদি একসঙ্গে অশুভ স্থানে থাকে তবে এই সমস্যা দেখা দেয়।
রাহুর দশা এবং মঙ্গলের অন্তর্দশায় ফলে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।
রবি যদি নীচস্থ হয় বা অষ্টম এবং দ্বাদশ ভাবে থাকে এবং রাহু, মঙ্গল, শনি যদি একসঙ্গে অশুভ স্থানে থাকে তাহলেও এই সমস্যার সৃষ্টি হয়।
লগ্নপতি দুর্বল হয়ে পাপ যুক্ত হলে এবং দ্বিতীয়পতি রবি যুক্ত হয়ে দ্বাদশ ভাবে বা পাপদৃষ্ট হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।
চন্দ্রের দশা নীচস্থ হলে কারাবাস অবধি হতে পারে। পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি বা অবস্থানকারী গ্রহরা সঙ্গী অর্থাৎ নক্ষত্রে অবস্থান করে।