সঙ্গী কি সব ব্যাপারে আপনার খুঁত ধরে, এই স্বভাবের কারণ তার রাশি হতে পারে
প্রেমটা (Love) প্রায় ২ বছরের। সম্পর্কের শুরুতে সব ঠিক ছিল। আপনার সবই তার ভালো লাগত। আপনার কোনও ভুলই সে ধরে না। আপনিও মনে মনে শান্তি পেতে। এমন প্রেমিক (Lover) পেয়ে নিজেকে ভাগ্যবানও ভেবেছেন কয়েকবার। কিন্তু, সময় যত এগিয়েছে তত বেড়েছে তিক্ততা। এখন রোজই ঝগড়া হয়। কথা বললেই অশান্তি। প্রায়ই ভাবেন ব্রেকআপ (Breakup) করে নেবেন। কিন্ত, শেষ পর্যন্ত গিয়ে পিছিয়ে আসেন। অশান্তির প্রধান কারণ হল ভুল বের করা। আজকাল সে আপনার সব কাজে খুঁত ধরে। যা মোটেই ভালো লাগে না আপনার।
- FB
- TW
- Linkdin
সম্পর্কে শুরুতে সব ভালো থাকলেও, ধীরে ধীরে তা বদল হতে থাকে। আসলে সকলেই শুরুতে সব মানিয়ে নেওয়ার চেষ্টা করে, একে অন্যকে বোঝার চেষ্টা করে। একটা ভালো মানুষের রূপ ধরে থাকে। কিন্তু, আস্তে আস্তে পরিস্থিতি বদল হয়। প্রকাশ ঘটে মানসিকতার। আর এর থেকেই শুরু হয় অশান্তি।
সম্পর্কে দুটো মানুষের মানসিকতার মিল না হলে, তা টেকা দায়। মনের মিল আসল বিষয়। পৃথিবীর প্রতিটি মানুষ একে অন্যের থেকে আলাদা। সকলেরই নিজস্ব ধ্যান ধারণা আছে। সকলের আলাদা আলাদা পছন্দ। আলাদা স্বপ্ন। সেক্ষেত্রে, দুটি মানুষের সকল চাহিদা এক রকম হবে তা নয়। যাদের ধারণার মিল হয়, তারা সুখী থাকেন। বাকিরা মানিয়ে নিয়ে চলেন।
আবার এমন অনেকে আছেন, যার সঙ্গীর খুঁত ধরতে সব সময় ব্যস্ত থাকেন। এই স্বভাবের জন্য সম্পর্ক তিক্ত হয়ে যায়। কারও ভুল ধরা ভালো। কিন্তু, সব সময় খুঁত বের করলে, সে বিরক্ত হবে একথাও ঠিক। এই স্বভাব কারও মধ্যে থাকলে তা তৎক্ষণাত পরিবর্তন করুন। তা না হলে, পরে সমস্যায় পড়তে পারেন।
খুঁত ধরার স্বভাব মোটও ভালো নয়। এই সমস্যা সম্পর্ক নষ্ট করে দেয়। মানসিক অশান্তির কারণ হয় এই সমস্যা। পার্টনারের মধ্যে এমন স্বভাব আছে কি না, তা বোঝা যায় রাশি দেখে। জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছএ এমন কথার। জ্যোতিষে এমন কয়টি রাশির উল্লেখ আছে, যাদের খুঁত ধরার স্বভাব আছে। দেখে নিন এই তালিকায় কারা আছেন।
সিংহ রাশির ছেলে ও মেয়ের সঙ্গে সম্পর্ক জড়ানোর আগে সতর্ক থাকুন। জ্যোতিষ মতে, সঙ্গীর খুঁত ধরতে এরা এক্সপার্ট। রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এরা উচ্চাকাঙ্খী ও কঠোর পরিশ্রমি স্বভাবের হয়ে থাকেন। এরা সাফল্যের জন্য সব রকম প্রচেষ্টা চালান। সম্পর্কের প্রতি এরা যত্নশীল হন। তবে, জ্যোতিষ মতে এরা সঙ্গীর বড্ড খুঁত ধরেন।
কন্যা রাশির জাতক জাতিকার প্রেমে পড়ার আগে সাবধান হন। সুমিষ্ট স্বভাবের ও আকর্ষণীয় ব্যক্তির অধিকারী হন কন্যা রাশির ছেলে মেয়েরা। এদের মন ভালো হয়। এমকী, দয়ালু স্বভাবের হয়ে থাকেন। তবে, জ্যোতিষ মতে, এদের সঙ্গীর খুঁত ধরার স্বভাব আছে। যে কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
প্রতিহিংসা পরায়ণ স্বভাবের হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। বৃশ্চিকের চেয়ে ভালো মনের মানুষ অন্য কেউ হতে পারে না। এরা সহজে লোকের সঙ্গে মিশলে পারে। সামাজিক হয় বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এরা ভালো বন্ধু হিসেবে পরিচিত। তবে, এরা সম্পর্কের ক্ষেত্রে এরা কয়টি ভুল করে ফেলে। এরা সঙ্গীর খুঁত ধরতে পছন্দ করে। যার জন্য অশান্তি বাঁধে।
এরা সম্পর্কে ব্যাপারে খুবই উৎসাহী হন বৃশ্চিক রাশির (Scorpio) ছেলে মেয়েরা। তারা কারও কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলে, তা রাখার চেষ্টা করেন। এরা সঙ্গীর থেকে সব ব্যাপারেই প্রত্যাশা রাখেন। সারাজীবন এক সঙ্গে চলার স্বপ্ন দেখেন। তবে, এদের খুঁত ধরার মাসিকতার জন্য বার বার সমস্যায় পড়তে হয়। এদের প্রেম ভাঙার প্রধান কারণ হল এই স্বভাব।
আপনার সঙ্গীর রাশি যদি ধনু হয়, তাহলে সতর্ক থাকুন। এরা কিন্তু, বড্ড লোকের ভুল ধরে। সামান্য সামান্য ব্যাপারে অশান্তি করে। খুঁত ধরার স্বভাবের জন্য এদের সম্পর্ক ভাঙে। তাই সম্পর্কে জড়ানোর আগে থেকে সতর্ক হন। তা না হলে পরে সমস্যায় পড়বেন।
তাই কারও প্রেমে পড়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নিন। শুধু পছ্ন্দের রঙ আর খাবার জানলেই হবে না। তাদের রাশি জানা খুব দরকার। তবেই তার সম্পর্ক আপনার ধারণা তৈরি হবে। এতে মেলামেশা করা আরও সহজ হবে। সম্পর্কে সিরিয়াস হওয়ার আগে, সে কেমন জেনে নিন। তাহলে সম্পর্ক ভাঙলে সমস্যায় পড়বেন।