বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে সুইমিংপুলে জলকেলি, 'SuperHot' সেক্সি পোজে আগুন ঝরাচ্ছেন পার্ণো
First Published Feb 18, 2021, 4:02 PM IST
নির্বাচনের আগেই দলবদলের হিড়িক চলছে। কেউ টিএমসি তো কেউ বিজেপি এই নিয়েই চলছে জল্পনা। সেলেবরা কে কোন দলে যাচ্ছেন তা নিয়ে বাড়ছে কৌতুহল। ভোটের বেশ কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্ণো মিত্র। কাজের ব্যস্ততার মধ্যেও সময় বার করে ছুটির মেজাজে অভিনেত্রী। নিজের সঙ্গে একান্ত সময় কাটাতেই বিকিনি পোজে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন টলিকন্যা পার্ণো মিত্র।

ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন। কাজের ব্যস্ততার মধ্যেও সময় বার করে ছুটির মেজাজে অভিনেত্রী পার্ণো মিত্র।

নির্বাচনের আগেই দলবদলের হিড়িক চলছে। কেউ টিএমসি তো কেউ বিজেপি এই নিয়েই চলছে জল্পনা। সেলেবরা কে কোন দলে যাচ্ছেন তা নিয়ে বাড়ছে কৌতুহল।

ভোটের বেশ কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্ণো মিত্র। একদিকে ভোটের ময়দান অন্যদিকে রাজনীতির উত্তাপে ইনস্টাগ্রামে উত্তাপ ছড়াচ্ছেন পার্ণো।

ভোটের বেশ কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্ণো মিত্র। একদিকে ভোটের ময়দান অন্যদিকে রাজনীতির উত্তাপে ইনস্টাগ্রামে উত্তাপ ছড়াচ্ছেন পার্ণো।

ঘুরতে গিয়ে কোনও লুকোছাপা না পসন্দ পার্ণোর। একের পর এক ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন পার্ণো।

সুইমিংপুলের মধ্যে মনোকিনি পরে মিঠে রোদ গায়ে মেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। জলকেলির ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লো নেক কাট মনোকিনিতে বেরিয়ে আসছে বক্ষ-বিভাজিকা, উন্মুক্ত উরুতে সুপারহট দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

লাল লং ড্রেসে গোয়ার বিচ থেকে ছবি শেয়ার করেছেন পার্নো মিত্রও ।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?