- Home
- Entertainment
- Bengali Cinema
- একঘেয়েমি সঙ্গম অতীত, পুরোনা সম্পর্ক ভুলে নয়া গেম খেলছেন শ্রাবন্তী, খোঁচা রোশনের
একঘেয়েমি সঙ্গম অতীত, পুরোনা সম্পর্ক ভুলে নয়া গেম খেলছেন শ্রাবন্তী, খোঁচা রোশনের
- FB
- TW
- Linkdin
তৃতীয় বিবাহ বিচ্ছেদ না হতেই শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী।
গত ৯ মাস ধরে একসঙ্গে থাকেন না রোশন-শ্রাবন্তী। খাতায়-কলমে তৃতীয় বিয়ে না ভাঙলেও ফের নাকি সংসার পাততে চান রোশন। এমনকী দ্বারস্থ হয়েছেন আদালতের। কিন্তু শ্রাবন্তী যে কোনওভাবেই থাকতে চান না তা জানিয়ে দিয়েছেন।
শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সমস্ত তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে চান রোশন সিং। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস ধারায় মামলাও দায়ের করেছেন রোশন।
চলতি মাসেই এই মামলার শুনানির দিন পড়েছে। যদিও রোশনের দিক থেকে কোনও কিছু জানা যায়নি। বিবাহবিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এটেছেন শ্রাবন্তীও।
বিবাহ বিচ্ছেদ থেকে আইনি লড়াই সারাক্ষণই চলছে শ্রাবন্তী-রোশনের। নাম না নিয়ে শ্রাবন্তীকে খোঁচা দিয়েই চলেছেন একে অপরকে।
সম্প্রতি ইনস্টা স্টোরিতে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন রোশন। যেখানে লেখা, 'কিছু মানুষজন সম্পর্ককে ভিডিও গেম হিসেবে দেখে। তারা গেম খেলে এবং যখন তাদের একঘেয়ে লাগে তখন তারা ঠকায়'।
রোশনের ইঙ্গিতপূর্ণ পোস্টটি দেখে বুঝতে কারোরই অসুবিধা হয়নি। নাম না নিয়েই যে শ্রাবন্তীকে খোঁচা দিয়েছেন রোশন, তা সকলেই বুঝে গেছেন।
নতুন প্রেম নিয়ে লুকোছাপা নয়, বরং লুকিয়ে নাকি বাগদান পর্বও সেরে নিয়েছেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে পুরোনো সমস্ত কিছু ভুলেই নতুন প্রেমিকের সঙ্গে চরম ঘনিষ্ঠতায় মত্ত শ্রাবন্তী।
একজন ফিরতে চাইছেন পুরোনো সম্পর্কে আর অন্যজন ফের সংসার পাততে চাইছেন নয়া সম্পর্কে। শ্রাবন্তী-রোশনের এই নয়া তর্জা জল্পনা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
একজন ফিরতে চাইছেন পুরোনো সম্পর্কে আর অন্যজন ফের সংসার পাততে চাইছেন নয়া সম্পর্কে। শ্রাবন্তী-রোশনের এই নয়া তর্জা জল্পনা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, একটি বেকারি সংস্থার মালিক অভিরূপ। নতুন প্রেমিকের সঙ্গে প্রেমের বয়সও খুব বেশিদিন নয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও একে অপরকে ফলো করেন শ্রাবন্তী-অভিরূপ। একই আবাসনে আলাদা টাওয়ারে থাকেন বলে সূত্র থেকে জানা গেছে। হ্যালো-হাই সম্পর্ক থেকেই একে অপরের কাছাকাছি এসেছেন।