- Home
- Entertainment
- Bengali Cinema
- 'বক্ষ-বিভাজিকা'র খাঁজে 'HOT' দর্শনা, নিজে 'Perfect' হয়ে আমায় বিচার করো, কাকে বললেন নায়িকা
'বক্ষ-বিভাজিকা'র খাঁজে 'HOT' দর্শনা, নিজে 'Perfect' হয়ে আমায় বিচার করো, কাকে বললেন নায়িকা
- FB
- TW
- Linkdin
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে টলিউড কাঁপাচ্ছেন দর্শনা বণিক। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে স্টাইল ও ছকভাঙা অভিনয় দিয়ে নিজের জায়গাটা পাঁকিয়ে নিয়েছেন।
ছোট পোশাক কিংবা ক্লিভেজ ফ্লন্ট করলেই একাধিকবার নোংরা মন্তব্য শুনতে হয় অভিনেত্রীদের। সেরকমই রিল ভিডিওতে ক্লিভেজ শো-অফ করতে গিয়েই নানা কুৎসিত মন্তব্যের শিকার হয়েছিলেন দর্শনা।
যদিও এটা নতুন নয়, এর আগেও একাধিকবার অশ্লীল কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে প্রথমে ভয় পেলেও এই বিষয়গুলি এখন আর পাত্তা দেন না অভিনেত্রী।
যদিও এটা নতুন নয়, এর আগেও একাধিকবার অশ্লীল কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে প্রথমে ভয় পেলেও এই বিষয়গুলি এখন আর পাত্তা দেন না অভিনেত্রী।
সম্প্রতি কালো নেটপোশাকে বক্ষের খাঁজ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন দর্শনা। ক্যাপশনে লিখেছেন নিজে 'Perfect'হয়ে আমায় বিচার করো।
সম্প্রতি কালো নেটপোশাকে বক্ষের খাঁজ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন দর্শনা। ক্যাপশনে লিখেছেন নিজে 'Perfect'হয়ে আমায় বিচার করো।
দর্শনার মতে, তারকারাই শুধু নন, সমস্ত মহিলারাই এই কুৎসিত আক্রমনের শিকার। মহিলাদের শরীর নিয়ে অশালীন মন্তব্য এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
কলকাতার মডেলিং জগতে সম্ভাবনাময় মডেলদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন দর্শনা বণিক।
স্টাইল স্টেটমেন্ট থেকে তার শরীরী আবেদন বলি অভিনেত্রীদেরও হার মানাবে। সেমি ন্যুড থেকে স্ট্রিট ফোটোগ্রাফি সবতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন টলিপাড়ার এই নায়িকা।
দর্শনার মিষ্টি হাসি, চোখের চাউনিতে হাজার পুরুষ কাত। টলিপাড়ার অভিনেত্রী দর্শনা বণিক একের পর এক গোল দিয়েই যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।