- Home
- Entertainment
- Bengali Cinema
- সেরা এই ১০ লুকেই ভাইরাল রাইমা, জানুন জন্মদিনে হট ডিভার মোট সম্পত্তির পরিমাণ
সেরা এই ১০ লুকেই ভাইরাল রাইমা, জানুন জন্মদিনে হট ডিভার মোট সম্পত্তির পরিমাণ
- FB
- TW
- Linkdin
সুচিত্রা সেনের নাতনী বলে কথা, পর্দায় যে তার এক ভিন্ন পরিচিতি তৈরি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর ঠিক সেটাই প্রমাণ করেছিলেন রাইমা সেন।
১৯৯৯ থেকে ছবির জগতে পা রাখা, প্রথম ছবি গডফমাদার, এরপর হিন্দি বাংলা তেলেগু ইংলিশ মালায়ালাম তামিল পবিত্র ভাষায় ছবি করতে দেখা গিয়েছে রাইমাকে।
কিন্তু কোথায় যেন স্টারডমের শিখরে ওঠা হয়নি এই অভিনেত্রীর। সুপার স্টারের তকমা পাওয়া হয়নি রাইমার।
কিন্তু যে ছবি করুক না কেন তিনি, কাজে সমালোচক মহলে এক বিশেষ ছাপ ফেলেছে সে আর বলার অপেক্ষা রাখে না।
নিজেকে ভেঙ্গে গড়া পক্ষপাতী রাইমা। প্রতিটি চরিত্র নিয়েই কিছু না কিছু করে থাকেন তিনি। সান বিশেষ এক শেড দিতে।
কেবল ছবির জগতে নয়, নিজের লুক বোল্ডনেস, প্রভৃতির মাধ্যমে ভক্ত মহলেও নিজেকে সেরা প্রমাণ করেছেন রাইমা।
সোশ্যাল মিডিয়ার পাতা যেন পোর্টফোলিও, একের পর এক ছবি শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কখনো হট কখনো আবার সাবেকি লুক।
তার মুখের আদলে আজ অনেকে ফিরে পান সুচিত্রা সেনের হাসি। পর্দা এক পরিণত অভিনেত্রীর দাপটিন প্রকাশ পায় রাইমার দক্ষতা।
ছবি পছন্দের বিষয় বরাবরই রাইমা একটু খুঁতখুঁতে। গল্পের বুনোটে যদি সংবেদনশীলতা না থাকে তবে তা খুব একটা মনে ধরেনা রাইমার।
বর্তমানে এই অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ 74 কোটি টাকা মূলত তার আয় হয়ে থাকে ছবি ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনের মাধ্যমে।