- Home
- Entertainment
- Bengali Cinema
- কালো মনোকিনিতে সুইমিং পুলে এ কি করছেন ঝুমা বৌদি, ছবি পোস্টেই উত্তাল নেটদুনিয়া
কালো মনোকিনিতে সুইমিং পুলে এ কি করছেন ঝুমা বৌদি, ছবি পোস্টেই উত্তাল নেটদুনিয়া
ইন্টারনেট সেনসেশন মানেই ঝুমা বৌদি। শরীরী হিল্লোলে , চোখের ইশারায় দেওরদের রাতের ঘুম ওড়াতে ঝুমা বৌদি একদম পারফেক্ট। বৌদি আসা মানেই দেওরদের মধ্যে শুরু হয় একরাশ টানটান উত্তেজনা। লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। । হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'র ঝুমা বৌদিকে চেনে না এমন দেওরের সংখ্যা প্রায় হাতে গোনা। সুইমিং পুলের ধারে বসে শরীরী হিল্লোলে মেতেছেন মোনালিসা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঝুমা বৌদি থুড়ি অন্তরা বিশ্বাসের উষ্ণ আবেদন পূর্ণ একগুচ্ছ ছবি।
112

সুইমিং পুলের ধারে কালো মনোকিনিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
212
একটানা কাজের পর একান্তে সময় কাটাচ্ছেন মোনালিসা।
312
লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখতে ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়।
412
সোশ্য়াল মিডিয়ায় একের পর এক ছবি দিয়ে লাইমলাইটে থাকা ঝুমা বৌদি এখন নেটদুনিয়ার হট সেনসেশন।
512
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে নেটদুনিয়া কাঁপাচ্ছেন ঝুমা ওরফে মোনালিসা।
612
এর আগেও লাইমলাইটে থাকতে বৌদির একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ছবিটি দেখার জন্য উপচে পড়ছে ভিড়।
712
শুধু ওয়েব সিরিজেই নয়, নিজের উষ্ণতাকে ধরে রাখতে নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি।
812
সেই ছবি দেখেই ঠাকুরপো-রা হৈচৈ ফেলে দিচ্ছে নেটদুনিয়ায়।
912
মোনালিসা ওরফে ঝুমা বৌদি ঠাকুরপো-দের হৃদয়ে ঝড় তুলতে একাই একশো।
1012
তার লাস্য়ময়ী শরীরী বিহঙ্গে কাত সমস্ত দেওররা।
1112
মুহূর্তের মধ্যে ভাইরাল পোস্টে লাইক আর কমেন্ট উপচে পড়েছে।
1212
আপাতত ভোজপুরি ছবির শ্যুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
Latest Videos