- Home
- Entertainment
- Bengali Cinema
- নুসরত-যশের প্রেমে কি পাকাপাকি ঢুকে পড়ল মিমি, উল্টো পথে কেন হাঁটছেন দুই 'বনুয়া'
নুসরত-যশের প্রেমে কি পাকাপাকি ঢুকে পড়ল মিমি, উল্টো পথে কেন হাঁটছেন দুই 'বনুয়া'
- FB
- TW
- Linkdin
একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহনা। দুজনেই সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন।
নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। দুজনেই ভালবেসে একে অপরকে বনুয়া বলে ডাকে। তাদের সম্পর্কের কথাও সকলেরই জানা। এর মধ্যেই নুসরত-মিমি তরজা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
মিমির মতে, মানুষ সততার পথে থাকলে সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে সকলের প্রিয় হয়।
উল্টোদিকে নুসরতের মতে, মানুষ সামান্য স্পটলাইটের জন্য অনায়াসে দীর্ঘদিনের বন্ধুকে ঠকাতে পারে।
আবার নুসরত বলছেন, জীবনে কে তোমার সামনে সততা দেখাল সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতে সততা দেখাবে সেটাই আসল।
কেউ কারোর নাম না নিয়ে কোন কথা না বললেও মিম-এর আকারেই সত্যি-মিথ্যা তরজা সোশ্যাল মিডিয়ায় ইনস্টা-স্টোরিতে ফুটে উঠেছে।
মিমি চক্রবর্তী প্রথমে নিজের ইনস্টা-তে একটি পোস্ট করার পরই নুসরতও তার কিছুক্ষণ পরে অপর দুটি পোস্ট করেন।
মিমি যখন সততার কথা বলছেন তখনই নুসরত টেনে এনেছেন বন্ধুত্বের কথা, বিশ্বাসঘাতকতার কথা। এই নিয়ে জল্পনা বাড়ছে।
দুজনেই দল এক, এবং একই দলের সাংসদ। তবুই কেন সততা,বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা নিয়ে উল্টো সুরে হাঁটছেন মিমি-নুসরত।
নুসরতের ঘর ভাঙার গুঞ্জন-প্রেম সবেতেই মুখে কুলুপ এঁটেছেন মিমি। তবে হঠাৎ কেন বেসুরো দুই নায়িকা। কেনই বা সত্যি মিথ্যা নিয়ে এত জলঘোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নিছকই মজা নাকি অন্য কোনও গল্প লুকিয়ে রয়েছে, খুঁজছে সাইবারবাসী।
তবে কি সত্যিই সত্যিই বনুয়াদের মধ্য়ে চিড় ধরল। নেটিজেনরা বলছেন নুসরতকে ছেড়ে নাকি মিমির দিকে ঝুঁকছেন যশ। যদি সকলেই পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।