- Home
- Entertainment
- Bengali Cinema
- নিখিলের সঙ্গে নুসরতের তিক্ততা, এর মাঝেই খুশির খবর পাড়লেন সাংসদ-অভিনেত্রী
নিখিলের সঙ্গে নুসরতের তিক্ততা, এর মাঝেই খুশির খবর পাড়লেন সাংসদ-অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
তাঁদের সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল সম্পর্কের তিক্ততার ছোঁয়া। একে অপরকে আনফলো করে দিয়েছে নুসরত ও নিখিল।
নিখিলের সঙ্গে আর কোনও ছবিও পোস্ট করেন না নুসরত। নিখিলও সোশ্যাল মিডিয়ায় বেশ ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন।
এই তিক্ততার মাঝেই এক সুখবর দিলেন নুসরত। শীঘ্রই আসছে তাঁর আগামী ছবি 'ডিকশনারি'।
নয় বছর পরে পরিচালকের আসনে বসলেন ব্রাত্য বসু। ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন নুসরত এবং আবার চট্টোপাধ্যায়কে।
ছবির শ্যুটিং শুরু হয় গত বছর লকডাউনের ঠিক আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। শ্যুটিংয়ের কাজ বন্ধ হয়ে যায় করোন আবহে।
পুজোর পর ফের শুরু হয় শ্যুটিং। শ্যুটিং শেষ হতেই ছবির মুক্তির বিষয় ঘোষণা করলেন নুসরত। শীঘ্রই জানানো হবে মুক্তির দিন।
আবির অভিনয় করছেন অশোর সান্যালের চরিত্রে। পুরুলিয়া বন বিভাগের আধিকারিক। স্ত্রী, স্মিতার চরিত্রে রয়েছেন নুসরত।
সামান্য মেকআপ, সাধারণ শাড়ি, খোলা চুল, এমন রূপেই ধরা দিলেন নুসরত। একেবারে ভিন্ন লুকে তাঁকে দেখা যাবে এই ছবিতে।