- Home
- Entertainment
- Bengali Cinema
- হুডখোলা গাড়িতে নিখিলের প্রাণের ঝুঁকি, নুসরত দূরে সরতেই High Speed-এ গাড়ি চালিয়ে এ কী কান্ড
হুডখোলা গাড়িতে নিখিলের প্রাণের ঝুঁকি, নুসরত দূরে সরতেই High Speed-এ গাড়ি চালিয়ে এ কী কান্ড
- FB
- TW
- Linkdin
তবে এমনটা কেন। নুসরতের সঙ্গে এই দূরত্ব কি তিনি আর সহ্য করতে পারছেন না। নুসরতকে কি ফিরে পেতে চাইছেন তিনি।
নাকি নুসরত তাঁর থেকে দূরে সরে যাওয়ার পরই জীবনের আসল মানে খুঁজে পেয়েছেন নিখিল।
এই দু'রকম চিন্তাভাবনাই তাড়া করে বেড়াচ্ছে শুভাকাঙ্খীদের। সম্প্রতি নিখিলের অবস্থা দেখে মাথায় হাত সাইবারবাসীর।
সম্ভবত কলকাতারই রাস্তা। মাঝরাত। লাল রঙের হুডখোলা গাড়িতে ড্রাইভিং সিটে বসে রয়েছেন নিখিল।
এদিক ওদিক না ভেবেই শুরু করেছেন স্পিডে গাড়ি চালানো। যদিও সিটবেল্ট পরে রয়েছেন তিনি।
পাশে রয়েছেন একজন মহিলা। তারই আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই মহিলাই ভিডিওটি রেকর্ড করেছে।
তার বলার পরই হাই স্পিডে গাড়ি নিয়ে দৌড় লাগিয়েছেন নিখিল। প্রাণেপ ঝুঁকি নিয়ে কেন এই কাজ করলেন নিখিল।
হুডখোলা গাড়ি বলেই তাঁর প্রাণ সংশয় ছিল অনেকখানি। মাঝরাতে, রাস্তাঘাট ফাঁকা। এমন অবস্থায় এই গতিতে গাড়ি চালানো ঝুঁকিই বটে।