ভেজা চুলে এ যেন 'নীলপরী', খোলা বুকে নেটদুনিয়া কাঁপালেন ঋতুপর্ণা
| Published : Mar 19 2020, 06:00 PM IST
ভেজা চুলে এ যেন 'নীলপরী', খোলা বুকে নেটদুনিয়া কাঁপালেন ঋতুপর্ণা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
এই বয়সে এসে নিউকামারদের টেক্কায় রীতিমতো হারিয়ে দিতে পারেন তিনি। সব রকম পোশাকেই যে তিনি স্বচ্ছন্দ্য তার প্রমাণও মিলছে বারেবারে।
210
আকাশী রঙের অ্যানিমাল প্রিন্টেড বিকিনিতে মেয়ের সঙ্গে হট পোজ দিয়েছেন অভিনেত্রী।
310
ছবির ক্যাপশনও বেশ নজরকাড়া। ক্যাপশনে লিখেছেন, 'বাড়ির সঙ্গে সময় কাটাচ্ছি। সবাই সুস্থ থাকো'।সুইমিং পুলের সাইডে দাঁড়িয়ে মা-মেয়ে ছবিতে পোজ দিয়েছেন।
410
করোনা আতঙ্কে ঘরবন্দি হয়েই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
510
সম্প্রতি কয়েকদিন আগেও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের সাহসী ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।
610
সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী।
710
জোরকদমে শুরু হয়ে গেছে অভিনেত্রীর আগামী ছবি 'বিদ্রোহিনী' র প্রচার। ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
810
এছাড়াও পরিচালক ইন্দ্রাশিস আচার্যর ছবি 'পার্সেল'- এও দারুণ অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
910
বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বাড়েবাড়ে প্রমাণ করে দিচ্ছেন ঋতুপর্ণা।
1010
বর্তমানে কলকাতা ছেড়ে সিঙ্গাপুরে থাকেন ঋতুপর্ণা । কিন্তু কলকাতার সঙ্গে যে তার গভীর টান রয়েছে তা স্পষ্ট।