রোশনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক এখন অতীত, শ্রাবন্তীর জীবনে এল খুদে মেহমান
First Published Feb 8, 2021, 10:24 PM IST
প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, প্রতিটি বৈবাহিক সম্পর্কেই তিক্ততা। প্রথমে রাজীব, তারপর কৃষ, সবশেষে রোশন। রোশন এবং শ্রাবন্তী গত বছর দুর্গাপুজোর পর থেকেই আলদা থাকা শুরু করেছেন। যার জেরে তাঁদের নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। কেন আলাদা থাকছেন তাঁরা। তবে কি তৃতীয় বিয়েও ভাঙনের পথে। এই ধরণের নানা প্রশ্নে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। রোশন এবং শ্রাবন্তীকে এই নিয়ে প্রশ্ন করা হলেও তাঁরা কোনও উত্তর দেননি।

বরং নিজের কাজ নিয়েই মেতে রয়েছেন শ্রাবন্তী। সেই নিয়েই নানা পোস্ট করে যান সোশ্যাল মিডিয়ায়।

এছাড়াও নিজের ঘনিষ্ঠমহল ও ছেলের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত শ্রাবন্তী। এরই মাঝে রোশনকে বোধহয় একাবেরই ভুলে বসেছেন।

রোশনের সঙ্গে দূরত্ব, সম্পর্কে তিক্ততার কথা ভুলে খুদের সঙ্গে আনন্দে মেতেছেন শ্রাবন্তী।

কোলে এক মিষ্টি বাচ্চাকে নিয়ে সেলফি তুলেছেন তিনি। যা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে লিখেছেন, 'সন্তান হল ঈশ্বরের মত, সকলের এই পথে এগিয়ে যাওয়া উচিত।'

এই খুদে কার সন্তান তা তিনি স্পষ্ট করে না জানালেও বাচ্চাদের প্রতি প্রেম ব্যক্ত করেছেন শ্রাবন্তী।

আজ তাঁর জীবনে তাঁর ছেলে ঝিনুক অর্থাৎ অভিমণ্যু ছিল বলেই তিনি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পেরেছেন।

অভিমণ্যুকে সঙ্গে করেই এখন তিনি এগিয়ে চলেছে। শ্রাবন্তীর সঙ্গে এই বাচ্চার ছবিটি ঝড়ের মত ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?