- Home
- Entertainment
- Bengali Cinema
- সেক্সি চাবুক ফিগার নয়, ওজন বাড়িয়েই জোড়া সুখবর দিলেন শুভশ্রী, রাজ ঘরণীর লাইভে কী করছেন রোশন
সেক্সি চাবুক ফিগার নয়, ওজন বাড়িয়েই জোড়া সুখবর দিলেন শুভশ্রী, রাজ ঘরণীর লাইভে কী করছেন রোশন
- FB
- TW
- Linkdin
গত ১২ সেপ্টেম্বর জন্ম হয়েছে ইউভানের। দেখতে দেখতে পাঁচ মাস প্রায় শেষের পথে রাজপুত্র ইউভানের। ছোট্ট সিম্বাই এখন নেটদুনিয়ার হটকেক। যেদিন থেকে শুভশ্রীর কোলে এসেছে ইউভান সেদিন থেকে আদুরে ছবিতে সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হওয়ার পর যেন আর বেশি করে জনপ্রিয় হয়ে উঠছেন। অভিনেত্রী তকমার বাইরে ছোট্ট ইউভানের মা যেন সর্বদাই লাইমলাইটে রয়েছেন। ছোট থেকেই ক্যামেরার দিকে পোজ দিতে বেশ সিদ্ধহস্ত ইউভান।
প্রায় এক বছর পর লাইভে এসে প্রচন্ড এক্সাইটেড নায়িকা। কী বললেন ভক্তদের উদ্দেশ্যে। পুরো লাইভটা নিয়েই প্রচন্ড উত্তেজনা। সমস্ত কিছু সামলেও পুরোনো রোজনামচায় ফিরেছেন অভিনেত্রী।
ইউভানের জন্মের পর থেকেই সেক্সি-মারকাটারি ফিগার এখন অতীত শুভশ্রীর, বরং বেশ খানিকটা ওজন বাড়িয়ে বেশ স্বাচ্ছন্দেই রয়েছেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আসন্ন ছবি থেকে ফিটনেস জোড়া সুখবর নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিলেন শুভশ্রী।
ছেলেকে সামলেও জিম সেশন শুরু করেছেন নায়িকা। প্রেগনেন্সির আগে তিনি রীতিমত ফিটনেস ফ্রিক ছিলেন তিনি।
ইউভানকে ঘিরে হাজারো প্রশ্ন ছিল ভক্তদের মনে। কিন্তু লাইভ সেশনে দেখা মিলল না রাজপুত্রর। বরং দিদিদের সঙ্গে খেলায় ব্যস্ত ছিল ইউভান।
লাইভে এসে শুভশ্রী জোড়া সুখবর দিলেন ভক্তদের। প্যানডেমিকের কারণে যে দুটি ছবি মুক্তি পিছিয়ে গিয়েছিল তা অবশেষে মুক্তি পাচ্ছে। শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে শুভশ্রী অভিনীত হাবজি-গাবজি ও ধর্মযুদ্ধ।
দীর্ঘ সময়ের লাইভ সেশনে ট্রোলারদেরও একহাত নিয়েছেন নায়িকা। ইউভানের অন্নপ্রাশনের অনুষ্ঠানে নেটিজেনরা শুভশ্রীর মোটা চেহারা দেখে অনেকেই কুৎসিত ভাবে ট্রোল করেছিল। মা হওয়ার পর কীভাবে চেহারায় পরিবর্তন আসে, যা নিয়ে ট্রোলড করা খুব সহজ। কিন্তু মা-রাই বোঝেন কী কী যন্ত্রণা সহ্য করতে হয়।
শুভশ্রীর ইনস্টা-লাইভে আচমকাই ঢুকে পড়লেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন। তবে তিনি হঠাৎ কী করছেন। রোশন লাইভেই জানিয়েছেন শীঘ্রই রাজ-শুভশ্রীর বাড়িতে হানা দেবেন ইউভানকে দেখে। এবং রোশনকে স্বাগতও জানালেন শুভশ্রী।
শুভশ্রীর ইনস্টা-লাইভে আচমকাই ঢুকে পড়লেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন। তবে তিনি হঠাৎ কী করছেন। রোশন লাইভেই জানিয়েছেন শীঘ্রই রাজ-শুভশ্রীর বাড়িতে হানা দেবেন ইউভানকে দেখে। এবং রোশনকে স্বাগতও জানালেন শুভশ্রী।
শুভশ্রীর ইনস্টা-লাইভে আচমকাই ঢুকে পড়লেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন। তবে তিনি হঠাৎ কী করছেন। রোশন লাইভেই জানিয়েছেন শীঘ্রই রাজ-শুভশ্রীর বাড়িতে হানা দেবেন ইউভানকে দেখে। এবং রোশনকে স্বাগতও জানালেন শুভশ্রী।