- Home
- Entertainment
- Bengali Cinema
- ক্যান্সারে আক্রান্ত মিমির পোষ্য, পুরোনো মান-অভিমান ভুলে আরোগ্য কামনা করলেন প্রাক্তন প্রেমিক রাজ
ক্যান্সারে আক্রান্ত মিমির পোষ্য, পুরোনো মান-অভিমান ভুলে আরোগ্য কামনা করলেন প্রাক্তন প্রেমিক রাজ
- FB
- TW
- Linkdin
মিমি চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর সম্পর্কের খবর যখন টলিউডে ঝড় তুলছে তখনই সামনে আসে শুভশ্রীর নাম।
রাজের জীবনে উঁকি মেরেছে নতুন সম্পর্ক। তা নিয়েই শুরু হয়েছিল এক কথায় মান অভিমানের পালা।
সঠিক যুক্তিতে কার পাল্লা ভারী তা নিয়ে রীতিমত চলত তর্জা। যদিও এই সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজ।
তবে তার পর থেকে খুব একটা বেশি রাজ-শুভশ্রী-মিমিকে এক ফ্রেমে পাওয়ার আশা করেনি কেউ।
তবে সেসব এখন অতীত। মিমি লোকসভা নির্বাচনে জিতে যাওয়ার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী।
তখনই নজরে আসে তারকাদের মধ্যে অভিমানের পাহাড় গলার আঁচ। তবে এবার মন ভাঙল মিমির।
ক্যান্সারে আক্রান্ত মিমির প্রিয় পোষ্য চিকুর। মিমির ভক্তমহল সকলেই জানে মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবনে এই দুই পোষ্যের ভুমিকা ঠিক কতটা।
তাদের জন্মদিন পালক করা থেকে শুরু করে মজার খেলায় মাতা, সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি।
বর্তমানে চেন্নাইতে চিকিৎসা চলছে চিকুর। এই অবস্থায় সকলেই দ্রুত আরোগ্য কমনা করছে চিকুর হয়ে।
এই দেখে নিজেকে থামিয়ে রাখতে পারলেন না পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনিও চিকুর আরোগ্য কামনা করলেন।
এই পোস্ট দেখা মাত্রই বেজায় খুশ মিমির ভক্তমহল। সকলের একযোগে প্রার্থনাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক চিকু। অপেক্ষা এখন সেই দিনের।
নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে।