- Home
- Entertainment
- Bollywood
- বিশ্বের সেরা ১০০ হট পুরুষের নমিনেশনে ট্রেন্ডে সুশান্ত, ভক্তমহলের উচ্ছ্বাসে সাত সকালে ভাইরাল হার্টথ্রোব-হ্যান্ড
বিশ্বের সেরা ১০০ হট পুরুষের নমিনেশনে ট্রেন্ডে সুশান্ত, ভক্তমহলের উচ্ছ্বাসে সাত সকালে ভাইরাল হার্টথ্রোব-হ্যান্ড
তিনি আজ আর নেই, তবে শিল্পীর আয়ু কখনই শেষ হয় না। তাঁরা অমর থেকে যায় হাজার হাজার মানুষের ভালোবাসায়, তাঁদের কাজের মধ্যে দিয়ে। তাই মৃত্যুর এক বছর পরও সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটাই নাম, সুশান্ত সিং রাজপুত।
18

এখনও ভক্তদের মনে জীবন্ত সুশান্ত সিং রাজপুত। লকডাউনের মাঝে ঘটে যাওয়া ভয়ানক সেই স্মৃতি আজ আর কেউ মনে করতে চা না।
28
সুশান্তের আত্মহত্যা না খুন- প্রশ্ন করতে করতেও ক্লান্ত নেট মহল। বর্তমানে সেই ঝড় থেমেছে।
38
তবে থেমে থাকেনি অগুণতি ভক্তের ভালোবাসা। সেই ছবি ফুঁটে উঠেছে বারে বারে সোশ্যাল মিডিয়ার পাতায়।
48
বুধবার সকাল থেকেই সেই একই ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায়।
58
বিশ্বের সেরা ১০০ হ্যান্ডসম পুরুষ ২০২১-এর নমিনেশনে ভক্তরা ভাইরাল করলেন প্রিয় তারকা সুশান্তকে।
68
একের পর এক সুশান্তের হট ছবি পোস্ট করে টুইটরে ভক্তরা লিখলেন, সেরা ১০০ তালিকায় থাকা উচিৎ সুশান্তের।
78
ঝড়ের বেগে এই খবর হয়ে উঠল ভাইরাল। ট্রেন্ডে উঠে এলেন প্রয়াত অভিনেতা।
88
এই প্রথম নয়, সুযোগ পেলেই কারণে-অকারণে সুশান্তকে ট্রেন্ডে তুলতে কখনই পিছু পা হন না সুশান্ত ভক্তরা।
Latest Videos