- Home
- Entertainment
- Bollywood
- তুর্কিতে শ্যুটিং 'লাল সিং চাড্ডা'র, ভক্তদের ধাক্কায় চোট পেতে পেতে বাঁচলেন আমির খান
তুর্কিতে শ্যুটিং 'লাল সিং চাড্ডা'র, ভক্তদের ধাক্কায় চোট পেতে পেতে বাঁচলেন আমির খান
- FB
- TW
- Linkdin
এই ভক্তদের ভালবাসার জেরেই এবার বিপদে পড়লেন আমির। তুর্কিতে লাল সিং চাড্ডার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং করছিলেন আমির খান।
এই শ্যুটিংয়ের আগে তাঁকে দেখে নিমেষের মধ্যে জমে গেল ভক্তদের ভিড়। সেই ভিড়ের মাঝে নাজেহাল আমির। দেহরক্ষী খুব একটা তাঁর আশাপাশে ছিল না।
যার কারণে ভক্তদের ধাক্কায় পড়ে যাওয়ার জোগাড় আমির। তবুও নিজেকে কোনওরকমে সামলে নিয়েছিলেন তিনি। সকলেই তাঁর সঙ্গে সেলফি নিতে ভিড় জমায়।
মাসখানেক আগে ভাইরাল হওয়া ছবিতে আমিরকে আর্মি অফিসারের ইউনিফর্ম, সাদা ট্রান্সপারেন্ট চশমা, ছোট ছোট করে কাটা চুল, ক্লিন শেভড অবস্থায় দেখা যায়।
প্রসঙ্গত, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। হলিউডের অস্কার জয়ী ছবি 'ফরেস্ট গাম্প'র হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'। যদিও এই হলিউড ছবির স্ক্রিপ্টের সঙ্গে আমিরের ছবির স্ক্রিপ্টে বেশ খানিকটা তফাত রয়েছে বলে জানা গিয়েছে।
ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে। 'তলাশ' ছবির পর ফের একই ফ্রেমে দেখা দেবেন আমির-করিনা। আমিরের ছবির অভিনবত্ব কেবল এক জায়গায় থেমে থাকেনা।
প্রায় ১০০ টি শহরে ঘুরে ঘুরে তৈরি হচ্ছে এই ছবি। সেই ১০০ টি জায়গার মধ্যে রয়েছে আমাদের তিলোত্তমাও। গত বছর ৮ ডিসেম্বর হাওড়া ব্রীজের উপর শ্যুটিং করেছিলেন অভিনেতা।
পাগড়ি, লম্বা চুল-দাড়ি, চেহারায় ভারিক্কী। এমন লুকে প্রথম প্রথম আমিরকে চেনা দায় হয়ে উঠেছিল। সেই কারণেই অনেকেই শ্যুটিং স্পটে অভিনেতাকে চিনতেও পারেনি।
একের পর এক অবতারের বহরে সিনেমোদীদের উৎসাহের কোনও ঠিকানা নেই। দু'বছরে একটি করে মুভি রিলিজ। সেই অপেক্ষায় বসে থাকে সিনেপ্রেমীরা। এবারেও তার অনথ্যা হয়নি। বক্স অফিসে চরম ব্যর্থতার সম্মুখীন হয়েছিল 'ঠগস' অফ হিন্দোস্তান'।
যার পর থেকে 'লাল সিং চাড্ডা' নিয়ে আরও বেশি ওয়াকিবহল হয়ে গিয়েছেন অভিনেতা। ভক্তদের অনুমান এবারে আমিরের ছবি ব্লকবাস্টার হবেই। ছবির পরিচালনায় রয়েছেন অদ্বৈত চন্দন। এ বছর বড়দিনে মুক্তি পেতে চলেছে ছবিটি।