বলিউডে ব্রেক পেতেই সলমনের বোনকে বিয়ের প্রস্তাব, আয়ুষকে নিয়ে জল্পনা তুঙ্গে
| Published : Mar 31 2020, 12:34 PM IST
বলিউডে ব্রেক পেতেই সলমনের বোনকে বিয়ের প্রস্তাব, আয়ুষকে নিয়ে জল্পনা তুঙ্গে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আয়ুষ নাকি আসল দাও মেরেছেন। অসংখ্য নেটিজেনের আয়ুষের সম্বন্ধে নানা মন্তব্য করেছিল।
210
আয়ুষের পাশাপাশি অর্পিতার গায়ের রঙ নিয়েও মন্তব্য করে নিন্দুকরা। তাদের কথায়, অর্পিতাকে এমন দেখতে, আয়ুষের ওঁকে বিয়ে করার কারণ একটাই, বলিউড ব্রেক।
310
ওয়ারিনা হুসেন এবং আয়ুষের প্রথম ছবি 'লাভযাত্রী'তে পরিচালকের ইচ্ছে ছিল চুম্বনের দৃশ্য রাখার। জানা যায়, তবে সেই স্ক্রিপ্টে নাক গলিয়েছিলেন সলমন।
410
নিজের বোনের বর বলে ছবি থেকে কিসিং সিন বাদ দিয়ে দিয়েছেন সলমন। এমনকি ছবির গল্পের লেখককে রীতিমত হুমকি দিয়েছিলেন ভাইজান যাতে লেখক কোনও ঘনিষ্ঠ দৃশ্য না রাখতে পারেন।
510
এই গুজবে সলমন খানের ভক্তরা কান না দিলেও, লাভযাত্রীর ট্রেলার লঞ্চে ভিডিওতে এমনই কিছু কথা বলতে দেখা গিয়েছিল সলমনকে।
610
মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে তাঁকে বলতে দেখা গিয়েছে, আমার বোনের বর আয়ুষ, ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের কোনও সুযোগই দেব না আমি।
710
বিষয়টি মজার ছলেও বললেও বহু নেটিজেনের মনে হয়েছিল, সলমন খানিক হুমকি দিয়েই কথাটা বলেছেন।
810
প্রথম ছবির এই নেগেটিভিটির রেষ কাটিয়ে উঠেছেন ঠিকই তবে দ্বিতীয় ছবির আগেও যে এমন কুমন্তব্য তাঁর দিকে ধেয়ে আসবে না সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
910
অর্পিতা, আয়ুষের বিষয় জনসমক্ষে তেমন কিছুই বলেননা। তাই এই এ ধরণের মন্তব্য নিয়েও তিনি মুখ খোলেননি।
1010
এও জানা গিয়েছে, সলমন, আয়ুষের আগামী প্রতিটি ছবিতেই নিজের পছন্দসই অভিনেত্রীদের কাস্ট করবেন।