পর্দায় চুমুর দৃশ্য কি সাবলীল নন ঐশ্বর্য, রহস্য খলসা করেছিলেন অভিষেক বচ্চন
- FB
- TW
- Linkdin
সব ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঐশ্বর্যকে। সাবেকি হোক বা ওয়েস্টার্ন সবেতেই পারফেক্ট তিনি।
তবে কোথাও গিয়ে যেন নিজের একটা আলাদা জগত রয়েছে এই অভিনেত্রীর। তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
বা অনেকেই সমালোচনার খাতিরে বলে থাকেন যে নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরোতে চাননা ঐশ্বর্য।
আর ঠিক সেই কারণেই ঘনিষ্ঠদৃশ্যে খুব একটা পাওয়া যায় না তাকে। পড়তে থাকে না সে রকম ভাবে চুম্বনের দৃশ্য।
ঠিক কারণটা কি, তিনি কি এই দেশে শাবলের নন নাকি পারিবারিক কারণে এই বাধা।
উত্তর দিয়েছিলেন অভিষেক বচ্চন। জানিয়েছিলেন আমাদের যে সংস্কৃতি সেই অনুযায়ী ছবিতে রোমান্স মানেই গান।
কারো সঙ্গে দেখা হওয়া তারপরে ভাল লাগাও আর সেখান থেকে বিষয়ে যদি একটু এগিয়ে যায় তাহলে বলিউড তা গান দিয়েই দেখিয়ে থাকে।
দর্শকেরা তা দেখে অভ্যস্ত। একটা চুমুর দৃশ্য থাকা মানেই জিতের চরম রোমান্স তুলে ধরে বাকিগুলো নয় এটা ভুল।
যদিও সকলকেই ভুল প্রমাণ করেছেন ঐশ্বর্য। কেরিয়ারের পিকে এসে নির্দিষ্ট গণ্ডি ছেড়ে বেরিয়ে চুম্বনে লিপ্ত হয়েছেন তিনি।
কোন বাধাই ঐশ্বর্যর ক্ষেত্রে সমস্যা নয়, অভিনয়টা তার রক্তে, সব চরিত্রেই পারফেক্ট তিনি তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন।