চলে গেলেন ঋষি, কিন্তু তৈমুরের মধ্যে থেকে গেল তার ছায়া
- FB
- TW
- Linkdin
১৯৫২ সালে ৪ সেপ্টেম্বর কাপুর পরিবারে আলো করে আসে ঋষি কাপুর। বাবা রাজ কাপুরের মেজ ছেলে হলেন ঋষি।
ঋষি আর নেই। এটা যেন একনও মেনে নিতে পারছেন না কেউই। কিন্তু তিনি চলে গেলেও তার ছায়া রেখে গেলেন অভিনেতা।
শৈশবের ঋষির সঙ্গে হুবহু মিল রয়েছে সইফ-করিনা পুত্র তৈমুর আলি খানের। তার মধ্যেই যেন শৈশবের ঋষিকে সকলের মনে থেকে যাবে।
দুজনের মধ্যে অনেক মিলও রয়েছে। সামান্য কারণেই রেগে যেতেন ঋষি কাপুর। আর তৈমুরও তেমনটাই করেন।
এই ছবিটি ঋষি কাপুর নিজে শেয়ার করেছিলেন। ছবিতে অন্যান্য ভাইদের সঙ্গে নজর কাড়তে দেখা গেছে অভিনেতাকে। ছবিতে দেখা গেছে, কোল্ড ড্রিঙ্কের জন্য লড়াই করছেন অভিনেতা। তার ঠিক পাশেই কোল্ড ড্রিঙ্ক মুখে নিয়ে বসে রয়েছেন অনিল কাপুর।
এই ছবিটিও শেয়ার করেছিলেন ঋষি নিজেই। লতা মঙ্গেশকরের কোলে ছোট্ট ঋষির ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
মাঝেমধ্যেই শৈশবের স্মৃতিচারণায় ডুবে থাকতেন অভিনেতা।
১৯৭০ সালে রাজ কাপুরের ছবি 'মেরা নাম জোকার' ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম রূপোলি পর্দায় নজর কাড়েন ঋষি কাপুর।
শৈশব বেলায় ঋষির ছবি মেয়ে ঋদ্ধিমাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। এই বছরটা যেন বলিউডের খুব খারাপ সময়। একের পর এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ।
কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।