চিনতে পারছেন 'জুনিয়র আমির'-কে , রইল হ্যান্ডসাম হাঙ্ক-এর একগুচ্ছ ছবি
জুনিয়র আমিরের কথা মনে আছে। যদিও অনেকেরই হয়তো মনে নেই। কিন্তু দেখলেই চিনে যাবেন তাকে। 'ধুম থ্রি'-র সেই জুনিয়র আমির হলেন অভিনেতা সিদ্ধার্থ নিগাম। জুনিয়র আমিরের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন এই ছোট্ট অভিনেতা। শিশু শিল্পী হিসেবেই তার জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে। সম্রাট অশোকের চরিত্রে তার অভিনয় আজও ভোলেননি দর্শক। সেই সম্রাট অশোক আজকের হ্যান্ডসাম হাঙ্ক। চেহারা থেকে সৌন্দর্যে নিজেকে যথাযোগ্য প্রমাণ করে আজ তিনি জনপ্রিয়তার শীর্ষে। দেখে নিন খুদে আমিরের হটকে লুকের একগুচ্ছ ছবি।
110

'ধুম থ্রি'-র জুনিয়র আমিরের কথা মনে আছে। দেখুন তো চিনতে পারছেন কিনা এই ছোট্ট খুদেকে।
210
শিশু শিল্পী হিসেবেই তার জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে।
310
২০১১ সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন সিদ্ধার্থ।
410
বর্নভিটা বিজ্ঞাপনে প্রথম নজর কেড়েছিলেন সিদ্ধার্থ।
510
তারপর থেকেই সম্রাট অশোক রূপে বিপুল জনপ্রিয় হন এই খুদে তারকা। সম্রাট অশোকের চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছিলেন।
610
ডান্স রিয়েলিটি শো-ঝলক দিকলা জা সিজন ৯-এও অংশ গ্রহণ করেছিলেন অভিনেতা।
710
জাতীয় স্তরের জিমন্যাস্ট হিসেবে তার খ্যাতি রয়েছে এবং সেখানেও তিনি সোনার পদক জিতেছিলেন।
810
বর্তমান সুঠাম চেহারা, সৌন্দর্যে বলিস্টারের সঙ্গেও পাল্লা দিয়ে প্রস্তুত সিদ্ধার্থ।
910
সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ৩.৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে তার।
1010
বর্তমানে তাকে সাব টিভির 'আলাদিন নাম তো সুনা হোগা' -তে দেখা গেছে অভিনেতাকে। অভিনেত্রী অভনীত কৌরের বিপরীতে তাদের জুটি নজর কেড়েছে। অন স্ক্রিন এবং অফ স্ক্রিন-সবেতেই তাদের রসায়ন দারুন। একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেও গুঞ্জন শোনা গেছে।
Latest Videos