- Home
- Entertainment
- Bollywood
- কোন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ডেট করছেন বাহুবলীর দেবসেনা , মুখ খুললেই নিজেই
কোন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ডেট করছেন বাহুবলীর দেবসেনা , মুখ খুললেই নিজেই
ক্রিকেটের সঙ্গে বিনোদনের যে একটি গভীর সম্পর্ক রয়েছে তার প্রমাণ আগেই মিলেছে। বি-টাউনের অনেক খ্যাতনামা অভিনেত্রীরাই ক্রিকেট তারকাদের সঙ্গে গাটছড়া বেঁধেছেন। কেউ কেউ আবার দীর্ঘদিনের সম্পর্কে থেকেছেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো অনেকের সম্পর্ক পরিণতিও পায়নি। এবার সেই তালিকায় নাম শোনা যাচ্ছে বাহুবলী খ্যাত অভিনেত্রী অনুষ্কা শেট্টির। এবার কোনও অভিনেতা বা চলচ্চিত্র জগতের মানুষ নয়, সূত্র থেকে জানা গিয়েছে, ক্রিকেট দলের এক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন বাহুবলি অভিনেত্রী, শুনে নিন কি বললেন তিনি।
111

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই পরিচিতি রয়েছে অনুষ্কার।
211
বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে বহুবার নাম জড়িয়েছিল অনুষ্কার। এমনও শোনা গিয়েছিল প্রভাসকেই নাকি ডেট করছেন অভিনেত্রী।
311
খুব শীঘ্রই নাকি চারহাত এক হতে চলেছে। বিয়ের গুঞ্জনও চলেছিল জোরকদমে। যদিও কিছুদিন আগে প্রভাস এসে তাদের বিয়ের গুঞ্জনের খবরের কথা খোলসা করে বলেছিলেন।
411
তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই, পুরো বিষয়টাই গুজব। সেকথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা।
511
এবার কোনও অভিনেতা বা চলচ্চিত্র জগতের মানুষ নয়, ক্রিকেট দলের এক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রায়শই নাকি ক্রিকেটারের সঙ্গে ডেট-এও যাচ্ছেন অভিনেত্রী।
611
তবে ক্রিকেটারের নাম এখনও প্রকাশ্যে আসেনি। দক্ষিণের এই ক্রিকেটারের সঙ্গেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী।
711
এই খবর শোনা মাত্রই অনুষ্কা বেজায় চটে গিয়েছেন। তিনি জানিয়েছেন বহুবার সংবাদমাধ্যম তার বিয়ে দিয়ে দিয়েছে। এটা নতুন কিছু নয়।
811
অনুষ্কা আরও জানান তার বিয়ের সিদ্ধান্ত নিজের বাবা মায়ের উপরেই ছেড়ে দিয়েছেন।
911
পুরো বিষয়টাই একটা গুজব বলে দাবি করেছেন অভিনেত্রী।
1011
আপাতত ছবি নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা আর মাধবনকে।
1111
একজন মূক শিল্পীর ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে। চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos