ঠোঁটঠাসা চুমু থেকে উদ্দাম যৌনতা, শরীরী নেশায় ডুবেই কি একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন বিপাশা
First Published Jan 7, 2021, 12:22 PM IST
৪১টি বসন্ত পার করে ৪২-শে পা দিলেন নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা বসু। বাঙালি কন্যার সেক্সি আদায় বুদ হয়েছে নেটদুনিয়া। বোল্ড লুক থেকে সাহসী দৃশ্যে রীতিমতো ঝড় তুলেছেন লাস্যময়ী বিপাশা। পর্দার ঘনিষ্ঠ দৃশ্যে আগুন জ্বালানো বলিউডের সেক্সবম্ব ব্যক্তিগত জীবনেও ততটাই ব়োম্যান্টিক। যার শরীরী নেশায় বুঁদ হয়েছে বলিউড অভিনেতা থেকে ভক্তরা। একাধিক সম্পর্কে জড়ানো থেকে লিভ ইন, জন্মদিনে জেনে নিন বিপাশার 'লাভ-লাইফ'।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে অক্ষয় কুমারের হাত ধরে 'আজনবি' ছবি দিয়ে বলিউডে পা রাখেন বিপাশা। প্রথম ছবিতে প্রথাগত ট্যাবু ভেঙে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। কেরিয়ারের যাত্রাপথ যে খুব একটা সুখকর ছিল না তা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এমনও অনেক দিন গেছে খাবার কেনার টাকা পর্যন্ত থাকত না বিপাশার কাছে।

সুপারমডেল মিলিন্দ সোমানের সঙ্গেও নাম জড়িয়েছিল বিপাশা বসুর। মডেলিংয়ের সূত্র ধরেই মিলিন্দের সঙ্গে জড়িয়েছিলেন বিপাশা। সূত্রের খবর, পরবর্তীতে বিপাশার ব্যস্ততার কারণে মিলিন্দের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল যার ফলেই একে অপরের থেকে আলাদা হয়ে গেছিলেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন