ড্রাগ কেসে জড়িত 'ভারতী সিং' আদিত্যর রিসেপশনের হটকেক, রইল উষ্ণ চুম্বনের রোম্যান্টিক মুহূর্ত
First Published Dec 3, 2020, 10:48 AM IST
দীর্ঘদিন ধরে উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণের বিয়ের খবরে সরগরম বলিউড। গত ১ লা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলাবার আদিত্য নারায়ণ তার দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাটছড়া বেঁধেছেন। করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে সামান্য লোকজনের উপস্থিতি দেখা গেলেও রিসেপশনে নজর কেড়েছে ড্রাগস মামলায় অভিযুক্ত কমেডিয়ান ভারতী সিং। সম্প্রতি আদিত্য রিসেপশনের ছবি ভাইরাল হয়েছে, যেখানে হবু স্ত্রী শ্বেতাকে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিচ্ছেন আদিত্য নারায়ণ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন