- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের মৃত্যুর একমাস, পরিচারককে টানা ৬ ঘন্টা জেরার পর পুলিশি তদন্তে ফের অভিনেতার দিদি
সুশান্তের মৃত্যুর একমাস, পরিচারককে টানা ৬ ঘন্টা জেরার পর পুলিশি তদন্তে ফের অভিনেতার দিদি
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভারতীয় সিনেমা অপূরণীয় ক্ষতি। একজন প্রতিভাবান অভিনেতাকে হারাল বলিউড। তার সহজ সরল অভিনয় থেকে, মিষ্টি হাসি মনে দাগ কাটেনি এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা।
অভিনেতার মৃত্যুতে রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছে গোটা দেশ জুড়ে। মৃত্যুজট ক্রমশ গাঢ় হচ্ছে।
সুশান্তের মৃত্যুর পরই স্বজনপোষণ মাথাচাড়া দিয়ে উঠেছে। গত একমাসে মৃত্যু তদন্তও অনেক দূর পর্যন্ত চলেছে।
হেভিওয়েট থেকে শুরু করে বলিউডের তাবড় তাবড় প্রথম সারির রাঘব বোয়ালরাও পুলিশি জেরায় পড়েছেন।
মৃত্যুর এক মাসের মাথাতেই ফের পুলিশি জেরার মুখে পড়েচেন সুশান্তের পরিচারক। একটান ৬ ঘন্টা ধরে জেরা করা হয়েছে তার রাঁধুনিকে।
মৃত্যুর আগের তিনদিন অর্থাৎ ১১- ১৪ জুন পর্যন্ত তিনি কী কী করেছিলেন এবং খাওয়া-দাওয়া থেকে জীবনযাপন সম্পর্কিত সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
শুধু রাঁধুনিই নয়, সুশান্তের দিদিকেও জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। দ্বিতীয়বার তার বোনের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।
১৪ জুনের আগে সুশান্তের সঙ্গে তার দিদির দেখাশোনা, রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক, টানাপোড়েন সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুশান্তের দিদিকে।
সূত্র থেকে জানা গেছে, সুশান্তের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত ৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তার মৃত্যুর তদন্তভার যেন সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়, এই নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।