- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্য নয়, মনীষার সঙ্গেই চুটিয়ে প্রেম, খবর ছড়িয়ে পড়তেই রাগে ফেটে পড়েছিলেন বচ্চন বধূ
ঐশ্বর্য নয়, মনীষার সঙ্গেই চুটিয়ে প্রেম, খবর ছড়িয়ে পড়তেই রাগে ফেটে পড়েছিলেন বচ্চন বধূ
বলিউডে একের পর এক তারকার জীবনে নানা ওঠা পড়ার এমন কিছু গল্প থেকে যায় যা সারা জীবন তাঁদের তারিয়ে নিয়ে বেড়ায়। এমনই ২৫ বছর আগেকার এক ঘটনা যা আজও ভুলতে পারেননি ঐশ্বর্য রাই বচ্চন। ঠিক কী ঘটেছিল ১৯৯৪-এ!

ঐশ্বর্য রাই, যাঁর সৌন্দর্যে এক কথায় মুগ্ধ গোটা বিশ্ব, সেই সুন্দরীকেই নাকি এক সময় পেতে হয়েছিল রিজেকশন যন্ত্রণা।
১৯৯৪ সালে এমনই এখন খবরে ভেঙে পড়েছিলেন ঐশ্বর্য। যেখানে একটি জায়গায় মনীষার সাক্ষাৎকারে উল্লেখ থাকে এমনই কিছু কথা। ঐশ্বর্যের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন রাজিব মুলচন্দানি।
কিন্তু মনীষার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর নাকি রাজিব মুলচন্দানি ছেড়ে দিয়েছিলেন ঐশ্বর্যকে। বলিউডে ঐশ্বর্যের সফর সবে শুরু।
এমনই সময় এক ধাক্কা, নিতে পারেননি ঐশ্বর্য। মুহূর্তে রাজিবকে ডেকে জানতে চেয়েছিলেন এই ধরনের মিথ্যা অবদারে মানে কী!
উত্তর সেভাবে না পেলেও বিষদে সবটাই প্রকাশ্যে এলেছিলেন ঐশ্বর্য রাই। জানিয়েছিলেন, মনীষা যা বলছেন মিথ্যে বলছেন। তাঁর সঙ্গে রাজিবের কোনও সম্পর্কই নেই।
তাঁরা দুজন খুব ভালো বন্ধু ছিলেন বলেও দাবি করেন ঐশ্বর্য। পাশাপাশি জানিয়েছিলেন যে মনীষা তাঁর কাছে বরই অচেনা হয়ে উঠছে দিন দিন।
২৫ বছরের এই খবর আজও ভোলেননি ঐশ্বর্য। এরপর থেকেই মনীষার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রাই সুন্দরী। তাই বলিউড কোনও দিন এই দুই তারকাকে এক সঙ্গে ফ্রেমে দেখতে পায় না।
সবটা শোনার পর মনীষা জানিয়েছিলেন যে তাঁর কথার ভঙুল মানে করা হয়েছে। এবং তিনি এমন কিছুই মন্তব্য করতে চাননি। যদিও তা নিয়ে কোনও কথাই বলেননি ঐশ্বর্য।