- Home
- Entertainment
- Bollywood
- একবার নয়, একাধিকবার এই কারণের জন্যই 'থালাইভা'র প্রস্তাবে রাজি হননি ঐশ্বর্য
একবার নয়, একাধিকবার এই কারণের জন্যই 'থালাইভা'র প্রস্তাবে রাজি হননি ঐশ্বর্য
- FB
- TW
- Linkdin
বলিউডের প্রথম সারির তাবড় তাবড় অভিনেত্রীরা তাদের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী সিনেমা দিয়েই।
প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি দিয়ে। ১৯৯৭ সালে মনিরত্নমের ছবি 'ইরুভার'-এ তাকে প্রথম দেখা গিয়েছিল।
বলিউডে আসার আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেই নজর কেড়েছিলেন ঐশ্বর্য। কিন্তু দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তিনি একবার নয় একাধিকবার ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
তামিল চলচ্চিত্রের জন্য ঐশ্বর্যকে প্রস্তাব দেওয়া হলে তিনি সটান না করে দিয়েছিলেন।
একটি সাক্ষাৎকারে রজনীকান্তই সেই কথাই তুলে ধরেছিলেন।
রজনীকান্ত আরও জানিয়েছেন চন্দ্রমুখীর চরিত্রের জন্য তাকে অফার করা হয়েছিল। ঐশ্বর্য যদি তাতে অভিনয় করত তাহলে কি হতো।
এরকম বহু সিনেমাতেই রজনীর বিপরীতে অভিনয়ের জন্য অফার করা হয়েছিল বলিউডের প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। কিন্তু ততবারই তা ফিরিয়ে দিয়েছেন ঐশ্বর্য।
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ছবি করার জন্য এককথায় পাগল হয়ে থাকেন অভিনেত্রীরা।
কিন্তু ঐশ্বর্য এমন এক অভিনেত্রী যিনি একবার নয়, চারবার থালাইভার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
পরপর চারবার রজনীকান্তের সঙ্গে অভিনয়ে না করার পর অবশেষে হিন্দি ছবি 'রোবট'-এ তাদের একসঙ্গে দেখা গেছে।