রণবীরকে আঙ্কেল বলতে নারাজ আরাধ্যা, মেয়ের গোপন রহস্য করলেন ঐশ্বর্য
ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুর, বলিউডের অন্যতম হট জুটি। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে একে অন্যকে তাক লাগিয়ে পর্দায় ঝড় তুলেছিলেন তাঁরা। একাধিক প্রসঙ্গও ঊউঠে এসেছিল সামনে, ঐশ্বর্য হট দৃশ্যে শ্যুট মেনে নিতে পারেনি তাঁর পরিবার। তবে মেয়ের মনে তখন চলছিল অন্য কিছু...

একই ফ্রেমে রণবীর ঐশ্বর্য বিতর্কের ঝড় তুলেছিল এই জুটি। যা পরিবারকেও ছুঁয়ে গিয়েছিল।
রণবীর ও ঐশ্বর্যের এই সম্পর্ক বাস্তবেও দানা বাঁধতে চলেছিল। এমনটাই জল্পনা ছিল তুঙ্গে। তবে কেবল ঐশ্বর্যই নন।
রণবীরকে মনে প্রাণে পছন্দ করে ঐশ্বর্যের মেয়ে। ঐশ্বর্যের কথায় আরাধ্যা রণবীরকে আঙ্কেল বলতেই রাজি নয়।
তাঁকে আঙ্কেল বলতে বলা হলেই সে রণবীরকে আরকে বলে ডাকে। জুনিয়ার কাপুরের সঙ্গে যদিও এই নামের এক গভীর যোগ।
তা মনে করেই নস্টালজিয়া ঐশ্বর্য। একবার আরাধ্যা রণবীরকে নিজের বাবা ভেঙে জড়িয়ে ধরেছিল।
অভিষেক বচ্চনের মতই জ্যাকেট ও টুপি পরে ছিলেন রণবীর। তাই বুঝতে পারেনি আরাধ্যা।
এরপর থেকেই আরাধ্যা রণবীরকে দেখলেই লজ্জা পায়। ফলে অভিষেক ও ঐশ্বর্যের কাছে স্পষ্ট আরাধ্যার মনে জায়গা করে নিয়েছেন রণবীর কাপুর।
তবে ছোট আরাধ্যার মনের খবর এক সাক্ষাৎকারে খোলসা করেছিলেন ঐশ্বর্য। এরপর থেকেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।