- Home
- Entertainment
- Bollywood
- প্রেমে ভেঙেছিল মন, কী কারণে অক্কিকে ছেড়েছিলেন প্রেমিকা, খোলসা করলেন নিজেই
প্রেমে ভেঙেছিল মন, কী কারণে অক্কিকে ছেড়েছিলেন প্রেমিকা, খোলসা করলেন নিজেই
অক্ষয় কুমার এক সময় পর্দায় ঝড় তুলতেন তাঁর হট লুকের জন্য। পর্দায় তাঁর উপস্থাপনাতেই কুপোকাত হতেন হাজার হাজার তরুণীরা। কিন্তু সেই ক্যাসিনোভাকেই এক সময় এক তরুণী ছেড়ে চলেগিয়েছিলেন, কিন্তু কেন, সেই কারণ নিজেই খোলসা করলেন অক্ষয় কুমার।

অক্ষয় কুমার এখনও পর্দায় থাকা মানেই সেই ছবি বক্স অফিসে একশো কোটির ক্লাবে জায়গা করে নিতে পারে সহজেই। এই অভিনেতার জনপ্রিয়তাই তুঙ্গে ছিল নব্বইয়ের দশকে।
কিন্তু অক্ষয় কুমার, যিদি হট উপস্থাপনাতে মেয়েদের মন জয় করতেন, তাঁরই প্রথম জীবনের প্রেম ভেঙেছিল ঠিক এর উল্টো কারণে।
তখন অক্ষয় কুমার বেশ ছোট, সবে মাত্র প্রেম তাঁর জীবনে উঁকি দিয়েছে। এমন সময় তাঁর প্রেমিকাকে নিয়ে তিনি বেশ কয়েকবার ঘুরতেও গিয়েছিলেন।
বার তিনেক সিনেমা দেখা থেকে শুরু করে পার্কে ঘোরা, সেখানেই ছিল সীমিত প্রেম। কিন্তু তখন অক্ষয় কুমার ছিলেন বেশ লাজুক।
রাস্তায় হোক বা সকলের আড়ালে, প্রেমিকার হাত ধরতেও লজ্জা পেতেন তিনি। প্রথম প্রথম তাঁর প্রেমিকা অভিযোগ করলেও পরবর্তীতে তা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এরপরই সম্পর্কে ভাঙন ধরে তাঁদের। কিন্তু অক্ষয় কুমারের মন ভাঙলেও তিনি স্থির করেছিলেন নিজেকে বদলে ফেলবেন।
হাউসফুল ৪ ছবির প্রমোশনে এসে এই নিয়ে মুখ খোলেন অক্ষয় কুমার। জানিয়েছিলেন তাঁর প্রথম মন ভাঙার অভিজ্ঞতা। আর তারপর হাজার হাজার মেয়ের মন ভেঙেছেন অক্কি, বিয়ের খবর সামনে এনে।
মাঝে অক্ষয় কুমারের কেরিয়ারে ধ্বস নামলেও, বলিউডে সেরার সেরা একাধিক ছবি এখনও উপহার দিয়ে চলেছেন তিনি। বাজেট হোক যেমনই অক্কি মানেই হাউসফুল।