- Home
- Entertainment
- Bollywood
- ফুলশয্যার রাতের গোপন তথ্য ফাঁস , স্ত্রী টুইঙ্কলকে নিয়ে বোমা ফাঁটালেন বলিউডের 'আক্কি'
ফুলশয্যার রাতের গোপন তথ্য ফাঁস , স্ত্রী টুইঙ্কলকে নিয়ে বোমা ফাঁটালেন বলিউডের 'আক্কি'
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, নামটাই যেন যথেষ্ঠ। আসন্ন ছবিকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেতা। ছবির নামকরণ নিয়েই বির্তক যেন লেগেই রয়েছে। সম্প্রতি ছবির প্রচার করতে কপিল শর্মার শো-তে গিয়েছিলেন বলিউডের 'আক্কি'। সেখানে গিয়েই স্ত্রী টুইঙ্কলকে নিয়ে চমকপ্রদ রহস্য ফাঁস করেছেন অভিনেতা। আক্কির এই সিক্রেট প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক আইকন অক্ষয় কুমার। যিনি মার্শাল আটে পারদর্শী এবং ক্যারাটেতেও ব্ল্যাকবেল্ট রয়েছে। এহেন অভিনেতার ব্যক্তিগত সিক্রেট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি ছবির প্রচার করতে কপিল শর্মার শো-তে গিয়েছিলেন বলিউডের 'আক্কি'। সেখানে গিয়েই স্ত্রী টুইঙ্কলকে নিয়ে চমকপ্রদ রহস্য ফাঁস করেছেন অভিনেতা।
অক্ষয়কে শো-তে প্রশ্ন করা হয়, তিনি কী রাজার মতোন জীবনযাপন করেন। উত্তরে না বলেন অক্ষয়। তারপর দ্বিতীয় প্রশ্নতে অক্ষয়কে বলা হয়, টুইঙ্কেলের সঙ্গে ঝামেলায় কে জিতবে, অক্ষয়ের সপাট জবাব টুইঙ্কেল।
শো-তে গিয়ে টুইঙ্কলকে নিয়ে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করে সকলকে অবাক করে দিয়েছেন অক্ষয়। তিনি জানিয়েছেন, বিয়ের প্রথম রাতেই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কখনই টুইঙ্কেলকে হারিয়ে জিততে পারবেন না।
একাধিক সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয়। সূত্রের খবর, অক্ষয় যখন টুইঙ্কেলকে বিয়ের প্রস্তাব দেয়, তখন টুইঙ্কেল বলেছিল, ছবি ফ্লপ হলে তবেই তারা বিয়ে করবে, অবশেষে ছবিটি ফ্লপ হয় এবং তাদের বিয়ে হয়।
একটি ফোটোশুটে প্রথম দেখা হয় টুইঙ্কেল ও অক্ষয়ের। প্রথম দেখাতেই নাকি টুইঙ্কেলের প্রেমে পড়ে গিয়েছিলেন অক্ষয় কুমার। খিলাড়ি ছবির শুটিং চলাকালীন দুজনে প্রেমে পড়েছিলেন।
সাক্ষাৎকারে টুইঙ্কেল জানিয়েছিলেন অক্ষয়কে ১৫ দিনের জন্য প্রেমিক বানিয়েছিলেন। তারপর কিছুদিন একসঙ্গে থাকার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বলিউডের শিল্পা শেট্টি, থেকে রবিনা ট্যান্ডন, প্রিয়ঙ্কা চোপড়া এমনকী সত্তরের দশকের এভারগ্রীন অভিনেত্রী রেখার সঙ্গেও নাম জড়িয়েছিল বলিউডের খিলাড়ির।
'অ্যায়েতরাজ' ছবির শুটিং চলাকালীন প্রিয়ঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন অক্ষয়। তখন থেকেই খবরের শিরোনামে ছিল এই জুটি।সালটা ২০০৫। প্রিয়ঙ্কার সঙ্গে খবরের শিরোনামে যখন অক্ষয়ের নাম উঠে এসেছিল তখন অক্ষয় বিবাহিত ছিলেন।
প্রিয়ঙ্কার কথা জানতে পারার পরই টুইঙ্কেলের সঙ্গে ঝামেলা শুরু হয় অক্ষয়ের। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক সবসময়েই লাইমলাইটের হট টপিক ছিল।তাদের অন স্ক্রিন রসায়ন এতটাই রোমাঞ্চকর ছিল, যে খুব তাড়াতাড়ি ,সকলের নজরে পড়েছিল। তারপর থেকেই তা স্ত্রী টুইঙ্কেলেরও নজরে পড়েছিল।
টুইঙ্কল পুরোনো বিষয়টি বেশ কড়া হাতেই সামলেছিলেন। প্রিয়ঙ্কার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য আর নয়, সোজা জানিয়েছিলেন টুইঙ্কেল। বউয়ের চাপে পরেই প্রিয়ঙ্কার সঙ্গে ছবি করা বন্ধ করে দিয়েছেন অক্ষয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।