'Covid 19' পজিটিভ বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার, কেমন আছেন স্ত্রী টুইঙ্কল-সন্তানরা

First Published Apr 4, 2021, 9:56 AM IST

বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। এবার করোনায় আক্রান্ত বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। কোভিডে আক্রান্ত হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের খবর জানিয়েছেন। খুব  শীঘ্রই কাজে ফিরতে পারবেন বলে আশাবাদী বলিউডের আক্কি।