- Home
- Entertainment
- Bollywood
- 'সবকিছু বদলে যাবে, কীভাবে বিয়ে হবে জানি না', রিচার সঙ্গে বিয়ে নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আলি
'সবকিছু বদলে যাবে, কীভাবে বিয়ে হবে জানি না', রিচার সঙ্গে বিয়ে নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আলি
- FB
- TW
- Linkdin
সম্প্রতি বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা আলি ফজল। বিয়ে পিছতে যথেষ্ট হতাশ হয়েছেন তিনি।
বহুদিন ধরেই সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আলি এবং রিচা।
রেজিস্ট্রি থেকে বিয়ের অধিকাংশ আয়োজনই হয়ে গিয়েছিল তাঁদের। তবে শেষ মুহূর্তে সবকিছু বাতিল করতে হয়।
আলি সম্প্রতি জানিয়েছেন, তিনি বিয়ের কোনও বিষয় নিয়ে সকলকে বলে বেড়াতে চাইছিলেন না।
পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছাডা় আর কেউই আমন্ত্রিত থাকবে না তাঁদের বিয়েতে।
তাই বিয়ে নিয়ে গ্র্যান্ড কিছু করার কথা একেবারেই ভাবেননি সেলেব-জুটি।
আলি জানান, লকডাউন কাটলে অবশ্যই বিয়ে নিয়েই আমরা আগে ভাবা শুরু করব।
তবে সবকিছু স্বাভাবিক হওয়ার পর সবকিছু কেমন থাকবে জানি না। বিয়েটাও কেমন ভাবে হবে বুঝতে পারছি না।
আশা করা যাচ্ছে সব ঠিকভাবেই হবে। নতুন নিয়ম মেনে, সমস্ত রকমের সতর্কতা নিয়ে।
আলি আপাতত বিভিন্ন ছবির স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত। সেসব নিয়ে লেখালিখি করছেন লকডাউনে।