- Home
- Entertainment
- Bollywood
- করোনা বিদায় হতেই বিয়ে সারবেন রণবীর-আলিয়া, বছরের শেষে এই দিনেই গাটছড়া বাঁধবেন সেলেব-জুটি
করোনা বিদায় হতেই বিয়ে সারবেন রণবীর-আলিয়া, বছরের শেষে এই দিনেই গাটছড়া বাঁধবেন সেলেব-জুটি
- FB
- TW
- Linkdin
করোনার প্রকোপের জন্য বাধ্য হচ্ছেন তাঁরা। তবে ভাট পরিবারের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে কাপুর পরিবারের। ডিসেম্বরের ১২ তারিখেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।
করোনার প্রকোপ কাটলে বিয়ের সিদ্ধান্ত নিলেও আর মুম্বইতে বিয়ে করবেন আলিয়া-রণবীর। আর পাঁচজন সেলেব-জুটির মত ডেস্টিনেশন ওয়েডিংয়ের কোনও সুযোগ নেই।
বিয়ের জন্য ইতালির লেক কোমোই হোক বা বোর্গো ফিনোশিয়েটো, বিদেশে বিয়ে করতে নারাজ দু'জনেই। তাই সমস্ত ব্যবস্থা হবে মুম্বইয়ের বুকেই।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জোর কদমে চলছে বিয়ের আগের নানা কাজ। তবে পরিস্থিতির উপর তাঁর প্রস্তুতিও সম্পূর্ণরূপে হওয়ার সুযোগ নেই।
পরিস্থিতি স্বাভাবিক হলেই আর দেরি নয়, সাত পাকে বাঁধা পড়বেন বলিউডের এই জনপ্রিয় জুটি। মে মাসে গত হয়েছে ঋষি কাপুর। তিনি বিয়ের প্রস্তুতি নিয়ে উৎসাহী ছিলেন বলেই জানা গিয়েছিল।
মহেশ ভাট এবং সোনি রাজদানের সঙ্গে কথা পাকা করে গিয়েছিলেন তিনি। আলিয়াকে পুত্রবধূ হিসাবে বেশ পছন্দ ছিল তাঁর। তবে ছেলের বিয়ে আর দেখা হল না তাঁর।
ঋষি কাপুরের প্রয়াণের পর কাপুর পরিবারের পাশ থেকে এক মুহূর্তের জন্যও সরে যাননি আলিয়া। বরং রণবীরের বাড়িতেই ছিলেন কয়েক সপ্তাহ।
এমন সময় নীতু কাপুর এবং রণবীরের পাশে থেকে নিজের দায়িত্ব পালন করেছিলেব আলিয়া। রণবীরের ক্যাসানোভা চরিত্রের কারণে আলিয়ার সঙ্গে তাঁর নাম জড়ানোকে হালকা ভাবেই নিয়েছিল নেটিজেনরা।
তবে আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক যে বিয়ে অবধি গড়িয়েছে তাতে চোখ কপালে উঠেছে অনেকেরই। প্রসঙ্গত, আলিয়ার ভাল বান্ধবী এবং রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ আসবেন না তাঁদের বিয়েতে।
এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন ক্যাটিরনা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার বিয়ে ও রণবীর-আলিয়ার বিয়ে একদিনে তিনি কার বিয়েতে উপস্থিত হবেন।
এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন ক্যাটিরনা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার বিয়ে ও রণবীর-আলিয়ার বিয়ে একদিনে তিনি কার বিয়েতে উপস্থিত হবেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, অর্জুন তাঁর ভাইয়ের মত তাই তিনি অর্জুন-মালাইকার বিয়েতেই উপস্থিত থাকবেন। অন্যদিকে রণবীর-আলিয়ার বিয়েতে যেতে কোনও আপত্তি নেই রণবীরের আরও এক প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোনের।