- Home
- Entertainment
- Bollywood
- পারিশ্রমিক বাড়াতেই কি হলিউডে পা, ওয়ান্ডার ওম্যানের সঙ্গে অভিনয় নিয়ে মুখ খুললেন আলিয়া
পারিশ্রমিক বাড়াতেই কি হলিউডে পা, ওয়ান্ডার ওম্যানের সঙ্গে অভিনয় নিয়ে মুখ খুললেন আলিয়া
আলিয়ার (Alia Bhatt) মাথার মুকুটে জুড়ল নয়া পালক। প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার আলিয়া ভাট পা রাখতে চলেছেন হলিউডে। পোশাগত জীবনে এটাই সেরা সময় আলিয়া ভাটের। পরপর দুটি অসফল ছবির পর এবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'- দিয়ে ধামাকাদার সাফল্য এনেছেন আলিয়া ভাট। ২০২২ সালে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খুব শীঘ্রই বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে নিজের ছাপ রাখতে চলেছেন মহেশ কন্যা। প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার আলিয়া ভাট পা রাখতে চলেছেন হলিউডে (Hollywood Debut)। বলিউডের পাশাপাশি হলিউডে পা রাখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 'ওয়ান্ডার ওম্যান' ছবি খ্যাত বিখ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এবার ছবির প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া ভাট।

সময়টা বেশ ভালই যাচ্ছে আলিয়া ভাটের। সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে ফাটিয়ে অভিনয় করেছেন আলিয়া ভাট। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিস কাঁপিয়েছে (Alia Bhatt) আলিয়ার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)প্রথম দিনেই বক্স অফিসে লক্ষ্মীলাভ করেছে পরিচালক সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' । ইতিমধ্যেই বক্স অফিসেও ১০০ কোটির ঘরে ঢুকে পড়েছে আলিয়ার এই ছবি।
আলিয়ার (Alia Bhatt) মাথার মুকুটে জুড়ল নয়া পালক। প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার আলিয়া ভাট পা রাখতে চলেছেন হলিউডে। পোশাগত জীবনে এটাই সেরা সময় আলিয়া ভাটের। পরপর দুটি অসফল ছবির পর এবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'- দিয়ে ধামাকাদার সাফল্য এনেছেন আলিয়া ভাট।
এবার বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে নিজের ছাপ রেখেছেন মহেশ কন্যা (Alia Bhatt) । হলিউডের দ্য হার্ট অব স্টোন ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট। 'ওয়ান্ডার ওম্যান' গ্যাল গ্যাডট এবং 'ফিফটি শেডস' খ্যাত জেমি ডরনান-এর সঙ্গে অভিনয় করতে চলেছেন।
বলিউডের পাশাপাশি হলিউডে পা রাখা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 'ওয়ান্ডার ওম্যান' ছবি খ্যাত বিখ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এবার ছবির প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া ভাট (Alia Bhatt) ।
আলিয়া ভাট (Alia Bhatt) সাফ জানিয়েছেন, হলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশে নিজের নাম তোলার জন্য মোটেই এই ছবিতে কাজ করছি না। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে 'হার্ট অফ স্টোন'। নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে 'হার্ট অফ স্টোন' ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া ভাট।
প্রথমসারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী (Alia Bhatt) জানিয়েছেন, শুধুমাত্র হলিউড ছবিতে কাজ করতে হবে বলে এই প্রস্তাব নিয়েছি তা ভাবাটা পুরোপুরি ভুল। যে কোনও ছবি বাছাইয়ের আগে নিজের চরিত্রটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেই হয়। সবকিছু দেখেই তারপরেই একজন অভিনেতা ছবিতে অভিনয় করতে রাজি হয়। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে।
গোয়ান্দা এই ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স ও স্কাইড্যান্সের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে আলিয়ার (Alia Bhatt) প্রথম হলিউড ছবি। নেটফ্লিক্সের তরফে ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের হলিউড পাড়ির কথা প্রথম জানানো হয়েছে।
সম্প্রতি আলিয়া ভাট (Alia Bhatt) ও এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেছেন আলিয়া ভাট। আলিয়ার এই খবর শুনে ভক্তরা সকলেই উচ্ছ্বসিত। এবার দীপিকা, প্রিয়ঙ্কার তালিকাতে নাম জুড়ছে আলিয়া ভাটের।
তবে শুধু দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়ঙ্কা চোপড়া নন, বলিউডের ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কাপুরের মতো তারকারাও একাধিক বিদেশের ছবিতে কাজ করেছেন। তবে এই তালিকাটি যে ক্রমশ দীর্ঘ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আলিয়ার (Alia Bhatt) হলিউডে পা রাখার কারণ নিয়ে জল্পনা চললেও অভিনেত্রী নিজেই সেই ধোঁয়াশা মিটিয়ে দিয়েছেন।