শীতের ফ্যাশনে আলিয়ার লুক পেতে চান, ক্রপ টপের সঙ্গে ট্রাই করুন 'ফ্যাশনেবল জ্যাকেট'
First Published Dec 16, 2020, 2:10 PM IST
শীত আসার সঙ্গে সঙ্গেই শীতের পোশাক নিয়ে এক্সপেরিমেন্টাল স্টাইল শুরু হয়ে যায় প্রত্যেকেরই। নিত্যদিনের ব্যবহারের জন্য হরেক রকমের সোয়েটার তো রয়েছেই, হাল ফ্যাশনে ট্রেন্ডি লুক আনতে জ্যাকেটও ফ্যাশন ইন। আলিয়া ভাট হোক কিংবা প্রিয়ঙ্কা চোপড়া অভিনেত্রীদের নজরকাড়া জ্যাকেটেই শীতের ফ্যাশনে ছক্কা হাঁকাতে পারেন নিমেষেই, রইল প্রিয় তারকাদের জ্যাকেটের এক্সক্লুসিভ ছবি।

সোয়েটার কিংবা জ্যাকেট নিয়ে সকলেই এক্সপেরিমেন্ট করে থাকেন। আলিয়ার মতোন কুল লুক পেতে অনায়াসেই এই অ্যাবসট্র্যাক প্রিন্টেড জ্যাকেট ট্রাই করতে পারেন। এই জ্যাকেটটি পরলেই পার্টির মধ্যমণি হয়ে যাবেন আপনি।

সকলেরই ওয়ারড্রোবেই কমবেশি প্রিয়ঙ্কার মতোন এই লেদারের জ্যাকেট রয়েছে। শীতের জমকালো পার্টিতে হাই হিল বুট, শর্ট পোশাকের সঙ্গে এই লেদারের জ্যাকেট পরে চমকে দিতে পারেন অনায়াসেই।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন