- Home
- Entertainment
- Bollywood
- কীভাবে নতুন বছর কাটাবেন আলিয়া-রণবীর, ফাঁস প্ল্যান, ডেস্টিনেশন জয়পুর
কীভাবে নতুন বছর কাটাবেন আলিয়া-রণবীর, ফাঁস প্ল্যান, ডেস্টিনেশন জয়পুর
বছরের প্রথমটা রণবীরের সঙ্গেই কাটাতে চান আলিয়া। করোনার কোপ না পড়লে এত দিনে হয়ে যেত হানিমুন ট্রিপ, তবে দুর্যোগের বছর কাটিয়ে এবার সকলের মুখে হাসি, বছর শেষে ট্রিপ প্ল্যানিং, সপরিবারে উড়েগেলেন ভ্যাকেশনে।
| Dec 30 2020, 12:15 PM IST
- FB
- TW
- Linkdin
)
চলতি বছরেই হবে চার হাত এক, ২০১৯ থেকে তেমনই জল্পনা ছিল তুঙ্গে। বছরের মাঝামাঝি খবর রটে যায় শপিং-এরও।
Subscribe to get breaking news alerts
এখানেই শেষ নয়, বছর পড়তেই সামনে এসেছিল এক ভুঁয়ো বিয়ের কার্ড। যা মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। কখনও কার্ড কখনও আবার গলায় মালা দেওয়ার ছবি।
রণবীর ও আলিয়ার বিয়ের খবরে এভাবেই বুঁদ হয়েছিল সকলে। এরই মাঝে নেমে আসে দুর্যোগের বছর ২০২০।
মাথার ওপর থেকে সরে যায় বাবা, ভেঙে পড়েন রণবীর। সেখানেই শেষ নয়, কোভিডের কোপে সারা বছরটাই এক কথায় নষ্ট।
সেই ভয়াবহ বছর যখন পাচা উল্টোতে ব্যস্ত, তখনই খানিক খুশির আমেজের খোঁজে বাড়ির বাইরে পা বাড়ালো কাপুর পরিবার।
সঙ্গে হাজির আলিয়া। নতুন বছরটা রণবীরের পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্তই নিয়েছেন মহেশ কন্যা।
তাই সকলের সঙ্গে প্যাকিং করে বেরিয়ে পড়লেন ফ্যামিলি ট্রিপে। সম্প্রতি বিমানবন্দরে সপরিবারে ধরা দিলেন রণবীর।
বর্তমানে তাঁদের বিয়ের খবর এক কথায় ভাইরাল। সদ্য রণবীর খোলসা করেছেন, আগামী বছরেই হবে চার হাত এক।