- Home
- Entertainment
- Bollywood
- ইন্ডিয়ান আইডল কিশোর স্পেশাল ভালোলাগেনি, চেয়েছিলাম থামিয়ে দিতে, অকপট স্বীকারোক্তি অমিত কুমারের
ইন্ডিয়ান আইডল কিশোর স্পেশাল ভালোলাগেনি, চেয়েছিলাম থামিয়ে দিতে, অকপট স্বীকারোক্তি অমিত কুমারের
- FB
- TW
- Linkdin
কিশোর কুমার স্পেশ্যাল এপিসোড, বিশেষ অতিথীর হিসেবে ইন্ডিয়ান আইডলে নিয়ে যাওয়া হয় অমিত কুমারকে।
প্রতিটি রিয়ালিটি শো-তেই বিশেষ বিশেষ বিভাবের অনুষ্ঠানে স্পেশ্যাল সেলেবদের নিয়ে আসা হয় তাঁদের মতামত জানানোর জন্য।
তাই কিশোর কুমারের গানের আসরে অমিত কুমারের থেকে ভালো বিচারক আর কে হতে পারতেন। টানা দুদিনে গান গাওয়া হয় ১০০টি।
তবে শ্যুটিং শেষ হতেই মুখ খোলেন অমিত কুমার। কিশোর স্পেশ্যাল এপিসোড মোটেও তাঁর ভালো লাগেনি।
মিথ্যে প্রশংসা করতে ইচ্ছে করছিল না তাঁর। যেভাবে গানগুলিকে উপস্থাপনা করা হচ্ছিল তাঁতে তিনি মনে করেন না যে কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
তিনি জানান, তিনি চেয়েছিলেন বন্ধ করে দিতে এই এপিসোড। কিন্তু তা করেননি তিনি। চেয়েছিলেন থামিয়ে দিতে।
কোনও গানই ভালো লাগছিল না। ইন্ডিয়ান আইডল ১২-এর বিশেষ অতিথির আসনে উপস্থিত হয়ে বিস্ফোরক মন্তব্য করেন অমিত কুমার।