- Home
- Entertainment
- Bollywood
- রেখাকে ভালোবাসার কথা বরাবর অস্বীকার করেছেন অমিতাভ, কেন, সত্যি সামনে এনেছিলেন রেখাই
রেখাকে ভালোবাসার কথা বরাবর অস্বীকার করেছেন অমিতাভ, কেন, সত্যি সামনে এনেছিলেন রেখাই
- FB
- TW
- Linkdin
রেখার সঙ্গে অমিতাভের যে একটা গভীর সম্পর্ক ছিল তা কখনই নজর এড়ায়নি ভক্তদের। সর্বদাই তাঁদের অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি হিট।
কিন্তু এদের মধ্যে থাকা সম্পর্কের খবর সকলের জানা থাকলেও অমিতাভ বচ্চন কোনও দিন স্বীকার করেননি।
যদিও রেখার দিক থেকে থাকত না কোনও রাখঢাক। একাধিকবার তিনি প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কথা বলেছেন।
১৯৮৪ সালে রেখার দেওয়া এক সাক্ষাৎকার ঝড় তুলেছিল বলিউডে। যেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর ও অমিতাভের মাঝে থাকা সম্পর্কের কথা।
রেখার কথায় অমিতাভ বচ্চন চান না জয়াকে কষ্ট দিতে তাই তিনি এই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন না।
তাঁর একটা ইমেজ আছে, সন্তানেরা রয়েছেন, যা ভেবেই পিছিয়ে গিয়েছিলেন অমিতাভ। কিন্তু তাতে কোনও আক্ষেপ ছিল না রেখার।
রেখার কথায়, ও আমায় ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, এই টুকুই যথেষ্ট। এর বেশি কিছুই চাই না আমার।
পাশাপাশি রেখা আরও জানিয়েছিলেন, এই কথাগুলো যেন না ছাপানো হয়, তাহলে হয়তো অমিতাভ অস্বীকার করবেন।
কিন্তু রেখার কথায় তিনি এতেই ভালো আছেন। এর থেকে বেশি কিছুই চান না তিনি অমিতাভের কাছ থেকে।