- Home
- Entertainment
- Bollywood
- কাকে খালি গায়ে দেখে ফিদা অনন্যা, এবার সম্পর্ক নিয়ে কোন গোপন তথ্য ফাঁস অনন্যার
কাকে খালি গায়ে দেখে ফিদা অনন্যা, এবার সম্পর্ক নিয়ে কোন গোপন তথ্য ফাঁস অনন্যার
বলিউড স্টানিং ডিভা অনন্যা পান্ডে, সবে মাত্র পা রেখেছেন সিনে দুনিয়ায়। স্টারকিডের তকমা থাকলেও নিজের অভিনয়গুণে সকলের মন জয় করেছেন তিনি। সেই স্টানিং ডিভার মনেই এবার প্রেমের ছোঁয়া। কার সঙ্গে গোপনে বাড়ছে সম্পর্ক।

অনন্যা পান্ডে, বলিউডডে কয়েকটি ছবি করেই তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে প্রেম যে জীবনে এতো তারাতারি উঁকি দেবে তা কে জানত।
কয়েকটা দিন যেতে না যেতেই কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনন্যা! উত্তরটা অনেকেরই জানা।
অনন্যার জীবন জুড়ে রয়েছে এখন ইশান খট্টর। তাঁর সঙ্গে সিনেমা করার সময়ই সম্পর্কের শুরু।
কয়েকদিনের মধ্যেই তাঁদের মধ্যে থাকাসম্পর্কের খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
তারই মাঝে গুঞ্জণ উষ্কে দিয়ে দুজনে পারি দিয়েছিলেন মলদ্বীপে। সেখান থেকে একের পর এক ছবিও শেয়ার করেন।
তবে এখানেই ইতি নয়। এবার প্রকাশ্যে ইশানকে নিয়ে মন্তব্য ককরেন অনন্যা।
জানান, তিনি সারাদিন ইশ্নারে প্রফাইলে চোখ রেখেই বসে থাকেন। উপদেশও দেন।
শার্ট খোলা অবস্থায় একাধিক ছবি দিতে। কারণ ইশানকে এই পোজেই সব থেকে বেশি ভালো লাগে। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র।
গোপন প্রেমেই কি তবে শিলমোহর দিলেন এবার অনন্যা! প্রশ্ন এখন এইখানেই।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।