- Home
- Entertainment
- Bollywood
- কারিপাতা-ধনেপাতা, কিছুই চেনেন না অনন্যা, 'ডাম্বেস্ট অভিনেত্রী'র শিরোপা আলিয়ার থেকে গেল তাঁরই দিকে
কারিপাতা-ধনেপাতা, কিছুই চেনেন না অনন্যা, 'ডাম্বেস্ট অভিনেত্রী'র শিরোপা আলিয়ার থেকে গেল তাঁরই দিকে
- FB
- TW
- Linkdin
বলিউডে তাঁরও গডফাদার সেই করণ জোহার। যে ছবির প্রিক্যুয়েলে আলিয়া ভাট অভিনয় করে ডেবিউ করেন। সেই ছবির সিক্যুয়েল স্টুডেন্ট অফ দ্য ইয়ারের হাত ধরে ডেবিউ করেন অনন্যা।
আলিয়ার মতই উচ্ছ্বল অনন্যা। আলিয়া যেমন বলিউডের নিউকামার হয়ে সমস্ত সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিলেন, তেমনই অনন্যাও রীতিমত স্মার্ট।
সবকিছুতেই দু'জনের মধ্যে মিল বেশ অনেকখানি। যদিও অভিনয় আলিয়াকে টেক্কা দিতে এখনও পারেননি অনন্যা।
অথচ একটি বিষয় অভিনেত্রীকে কেবল টেক্কাই দেননি, বরং হারিয়েও ফেলেছেন। তা হল লো আইকিউ। সাধারণ জ্ঞানের বিদ্যা।
অনন্যার ডেবিউ হওয়ার আগে আলিয়াকে এতদিন ডাম্বেস্ট অভিনেত্রীর তকমা দিয়েছিল বলিউড সহ নেটিজেনরাও।
চাঙ্কি পান্ডের মেয়ের এন্ট্রি হতেই এই তকমায় নিজের আধিপত্ত বিছিয়ে বসলেন তিনি। লো আইকিউ তাঁকে আপাতত হারাবার মত কেউ নেই বললেই চলে।
পালং শাক এবং পুদিনা এই দু'টি জিনিস ম্যাডাম চোখেই দেখেননি। স্কুলের পাঠ কবেই চুকিয়ে দিয়েছেন বলিউডে আসতে গিয়ে।
তাই হয়তো পালং শাক, পুদিনা পাতা, কারি পাতা কেমন দেখতে হয় তিনি ভুলে গিয়েছেন।
কপিল শর্মার কমেডি অনুষ্ঠানে এসেছিলেন 'পতি পত্নি ঔর ভো' ছবির প্রচারে। সেখানে এসে শাক-সবজির বিষয় নিজের যা জ্ঞান রেখেছিলেন তাতে সকলের মাথায় হাত।
কারিপাতাকে দেখে বার বার বলে গেলেন এটা নয় পালং শাক নয় তো পুদিনা। কার্তিক আরিয়ান, ভূমি পেদনেকর সহ সকলেই তাঁর উত্তরে হেসে উঠেছিলেন।
ভূমি তাঁর ভুল সুধরে বলেও দিলেন যে এটা কারিপাতা। তারপর যখন কপিল তাঁকে ধনেপাতা দেখিয়ে জিজ্ঞেস করেন এটা কী। তখনও তিনি নাম নিলেন পালং শাকের।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের বিন্দুমাত্র সময় লাগেনি অভিনেত্রীকে নিয়ে মিম বানাতে। ট্রোলের তীরে প্রায় বিদ্ধ হওয়ার মত অবস্থা হয়েছিল অনন্যার।
এই সময় নেটিজেনকেও দোষ দেওয়া চলে না। স্কুলে অনন্ত সকল ছাত্র-ছাত্রীকে শাক-সবজির বিষয় পড়াশুনো করানো হয়, অনন্যার কি তাও মনে নেই।
এইটুকু জ্ঞান তো আলিয়ারও আছে। কমেন্ট সেকশনে আরও একটি পুরনো সাক্ষাৎকার টেনে সকলে লিখেছে, "এই হল অনন্যার 'স্ট্রাগল', অর্থাৎ লড়াই।"
প্রত্যেকে আলিয়ার থেকে ডাম্বেস্ট অভিনেত্রীর শিরোপা সরিয়ে নিয়ে অনন্যাকে উপহার করে ফেলেছেন। এই সাধারণ প্রশ্নের উত্তর যেকোনও ছোট বাচ্চাও দিতে পারে। নেটিজেনরা আজও দাবি করে, অনন্যার আগে পড়াশুনো শেষ করা উচিত ছিল, তারপর বলিউডের স্বপ্ন দেখতে পারতেন তিনি।