- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই, বিস্ফোরক মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী
সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই, বিস্ফোরক মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী
- FB
- TW
- Linkdin
সুশান্তের মৃত্যুতে যেখানে গোটা দেশ সিবিআই তদন্তের জন্য দাবি করে চলেছে সেখানেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলে বসলেন, সুশান্তের মৃত্যুতে কোনও সিবিআই তদন্তের প্রয়োজন নেই।
তাঁর মতে, সুশান্তের মৃত্যুতে মুম্বই পুলিশ যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে চলেছে। তাদের যা যা করণীয় সবই করে চলেছে। এর মধ্যে সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই।
তিনি এ বিষয় বলেন, "আমার কাছে সমস্ত টুইট রয়েছে। প্রত্যেকে কী অনুরোধ জানাচ্ছে তাও জানি। তবে আমার মনে হয় না সিবিআই তদন্তের কোনও প্রয়োজন আছে। মুম্বই পুলিশ সঠিকভাবেই তদন্ত চালিয়ে রেখেছে।"
"এই ধরণের কেসে তদন্ত করার অভিজ্ঞতা তাদের রয়েছে। পেশাগত জীবনে সুশান্ত সিং রাজপুতের কোনও শত্রুতা ছিল কি না সেই বিষয় তারা তদন্ত জারি রেখেছেন।"
"এখনও পর্যন্ত আমার মনে হয় না কোনও ভুল তদন্ত হয়েছে বলে। তদন্তের যাবতীয় কাজ সম্পন্ন হলেই সাধারণ মানুষের কাছে সবটা খুলে জানানো হবে।"
অনিল দেশমুখের এই মন্তব্যের স্বাভাবিকভাবে ক্ষোভ উগরে দিয়েছে সুশান্ত ভক্তরা। এখানেও নেটিজেনরা গন্ধ পেয়েছে রহস্যের। কেন সুশান্তের মৃত্যুতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি, প্রশ্ন তুলছে দেশবাসী।
সুশান্তের মৃত্যুর একমাস পরও নেটিজেনরা তাদের দাবিতে অনড়। সিবিআই তদন্ত ছাড়া তাদের আর কোনও দাবি নেই। এমনই পুলিশি জেরায় মহেশ ভাট, সলমন খান, করণ জোহারকে ডাকা হয়নি বলে ফুঁসছে সাইবারবাসী।
সলমন, করণ, মহেশ ভাটের সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগসাযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে ভক্তরা। সেই সূত্র ধরে মুম্বই পুলিশ কেন জেরা ডাকল না তাঁদের, এই অভিযোগেই ভরছে নেটদুনিয়া।
অন্যদিকে রিয়া চক্রবর্তীর তোলা সিবিআই দাবিতে সন্দেহপ্রকাশ করেছে সুশান্ত ভক্তরা। তাদের প্রশ্ন, এতদিন কেন চুপ ছিলেন রিয়া। একমাস পর রিয়ার সুশান্তের মৃত্যু নিয়ে সোচ্চার হওয়া কোনও পূর্বপরিকল্পিত প্ল্যান।
তাঁর বিরুদ্ধে ধর্ষণ, খুনের হুমকি আসতেই দেশবাসীর মত তিনিও সিবিআই তদন্তের দাবিতে যোগদান করেছেন বলে দাবি করে চলেছে নেটবাসী। মহেশ ভাটের সঙ্গে তাঁর নাম জড়াতেই রিয়া নিজের ভাবমূর্তি বদলাতে চান।