- Home
- Entertainment
- Bollywood
- 'সত্যের জয় হবেই', রিয়াকে তাক করে অঙ্কিতার পোস্ট, সুশান্তের জন্য নিঃশব্দে লড়ছেন প্রাক্তন প্রেমিকা
'সত্যের জয় হবেই', রিয়াকে তাক করে অঙ্কিতার পোস্ট, সুশান্তের জন্য নিঃশব্দে লড়ছেন প্রাক্তন প্রেমিকা
- FB
- TW
- Linkdin
ইতিমধ্যে জামিনের আবেদনও করেছেন রিয়া চক্রবর্তী। রিয়ার বিরুদ্ধে যে কেবল সুশান্তের পরিবারই ক্ষোভ উগরে দিচ্ছে তা নয়। রোষে ফেটে পড়ছে দেশবাসীও।
এমনকি সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও রিয়ার বিরোধিতা করেছেন তবে পরোক্ষভাবে। তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন "সত্যের জয় হয়।"
সত্য বলতে এখানে অঙ্কিতা কাকে বা কোন বিষয় উদ্দেশ্য করে বলেছেন সে বিষয় কিছু জানা যায়নি। তবে ভক্তদের কথায় এই বার্তাটি একমাত্র রিয়ার জন্যই।
তাঁর বিরুদ্ধে আইনি মামলা দায়ের হওয়ার পরই অঙ্কিতার এই পোস্টে ভক্তরা নিশ্চিত সত্যের বার্তাটি রিয়ার বিরুদ্ধেই। অর্থাৎ তিনি পরোক্ষভাবে রিয়াকে মিথ্যেবাদি বলছেন।
এমনই মন্তব্য করে চলেছে নেটিজেনরা। এছাড়া তাঁর সেলেব বন্ধুরাও তাঁকে সমর্থন জানিয়েছেন কমেন্ট সেকশনে। তাঁরাও যে রিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে সোচ্চার হয়েছেন তা স্পষ্ট বলেই মনে করছে নেটিজেনরা।
সুশান্তের মৃত্যুর একমাস সম্পন্ন হতেই একটি প্রদীপ জ্বালিয়ে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সুশান্তকে হারানো তাঁর জীবনের সবচেয়ে বড় ক্ষতি।
নানা সংবাদমাধ্যম থেকে তাঁকে সাক্ষাৎকারের জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি কোনওভাবে জনসমক্ষে আসতে চাননি। অবশেষে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য বাড়ির বাইরে দেখা যায় তাঁকে।
কালো রঙের শর্টস এবং সাদা কালো স্ট্রাইপড টপে দেখা গেল অঙ্কিতাকে। সঙ্গে ছিলেন তাঁর পরিবারও। তড়িঘড়ি নিজের জিনিস কিনেই উঠে পড়লেন গাড়িতে।
অন্য সময় পাপারাৎজিকে সময় দিয়ে ছবি তোলাতেন, এখন আর সেই মানসিক অবস্থা নেই অঙ্কিতা। তাঁকে চেনা দায় হয়ে উঠেছে সকলের। হাসিখুশি অঙ্কিতার সঙ্গে এই অঙ্কিতার যেন আকাশ-পাতাল তফাত।
সুশান্ত এবং অঙ্কিতার বান্ধবী আরতি সিং পূর্বে জানিয়েছিলেন, অঙ্কিতা সুশান্তের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। তাঁর কাছে সবটাই যেন এখনও বিশ্বাসযোগ্য নয়। একা থাকতেন চাইছেন অঙ্কিতা।