- Home
- Entertainment
- Bollywood
- 'অঙ্কিতার সঙ্গে থাকার যোগ্যতা তোমার নেই', সুশান্তের মৃত্যুতে নায়িকার প্রেমিক এখন চক্ষুশূল
'অঙ্কিতার সঙ্গে থাকার যোগ্যতা তোমার নেই', সুশান্তের মৃত্যুতে নায়িকার প্রেমিক এখন চক্ষুশূল
- FB
- TW
- Linkdin
"অঙ্কিতাকে ছেড়ে দাও", "তুমি অঙ্কিতার যোগ্য নও", "অঙ্কিতা একমাত্র সুশান্তেরই"। এই ধরণের নানা মন্তব্যে ভরে চলেছে ভিকির ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট। রীতিমত ভয়েতে রয়েছেন তিনি। সুশান্তের ভক্তরা তাঁর উপরেও দিল ক্ষোভ উগরে।
বাধ্য হয়ে নিজের পোস্টের কমেন্ট সেকশন লিমিট করে দিয়েছেন। অর্থাৎ অত্যন্ত কম সংখ্যক, ঘনিষ্ঠ মহল ছাড়া কেউ মন্তব্য করতে পারবে না তাঁর পোস্টে।
তাদের কথায়, অঙ্কিতাকে একমাত্র সুশান্তের সঙ্গে মানায়। সুশান্ত যখন নেই অঙ্কিতার জীবনে আর কেউ আসতে পারে না। এই ধরণের অবাস্তব কথা বলে চলেছে প্রাপ্তবয়স্ক নেটিজেনরা। ভিকি প্রাণের হুমকি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন পদক্ষেপ নিলেন।
টেলি-দুনিয়ার কোনও জুটির এমন ফ্যান ফলোয়িং সাধারণত দেখা যায় না। পবিত্র রিশতা ধারাবাহিকের সময় থেকেই তাঁদের নিয়ে উত্তেজনার অন্ত নেই।
পবিত্র রিশতা ধারাবাহিক থেকে ঘনিষ্ঠতার শুরু হয় অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজাপুতের। সম্পর্কে বাঁধা পড়তেও বেশি সময় নেননি তাঁরা। ধারাবাহিকটি চার-পাঁচ মাসের মধ্যে ছেড়ে দিলও বছর ছয়েক ধরে ছিল তাঁদের সম্পর্ক।
অঙ্কিতা বিয়ের জন্য প্রস্তুতি নিতে চাইলেও সেই সময় সুশান্ত প্রস্তুত ছিলেন না। সেই আক্ষেপ নিয়েই চলে গেলেন অভিনেতা। সুশান্তের চিকিৎসক, মনোবিদ কর্সি চাবড়া সম্প্রতি মুখ খোলেন অবশেষে।
সুশান্ত শেষে কয়েক মাস বারে বারে অঙ্কিতার কথা তুলতেন তাঁর কাছে। অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ভেঙে তিনি যে কত বড় ভুল করেছিলেন তা সর্বদা টের পেতেন। অঙ্কিতার সঙ্গে সুশান্ত যে কতখানি হাসিখুশি ছিলেন তার প্রমাণ হিসেবে মিলেছে বহু ছবি এবং ভিডিও।
অঙ্কিতার সঙ্গে থাকলে এই দিন কি দেখতে হত সুশান্তকে। ফের প্রশ্ন তুলল নেটিজেন। এই সময় তাঁদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আরও বেশি বুঝেছিলেন রিয়া চক্রবর্তীর ব্যবহারে। কর্সি চাবড়ার সাক্ষাৎকারে এবার জট ধীরে ধীরে খুলবে নাকি রহস্য আরও ঘনীভূত হবে সেটাই দেখার বিষয়।
রিয়ার ব্যবহারে খুবই দুঃখিত থাকতেন সুশান্ত। রিয়ার ব্যবহারের বিষয় অবশ্য ডাক্তার ছাবড়া কিছুই তেমন বলেননি। তবে সুশান্তের প্রতি রিয়ার ব্যবহারই অভিনেতার অবসাদের প্রধান কারণগুলির মধ্যে একটি। অন্যদিকে বেশ কিছু সম্পর্কও পরপর নিমেষের মধ্যে ভেঙে যায় সুশান্তের।
ডাক্তারের কথায়, "কৃতি স্যাননের সঙ্গে সম্পর্ক ছিল সুশান্তের যা বেশি দূর গড়ায়নি। তিনি বুঝেছিলেন, অঙ্কিতা তাঁকে যতটা ভালবাসতেন, তেমনভাবে আর কেউ কখনই তাঁকে ভালবাসতে পারবে না। কারণ অঙ্কিতা তাঁকে প্রাণ দিয়ে ভাল বেসেছিলেন।"