- Home
- Entertainment
- Bollywood
- 'সুশান্ত নয় আমিই গুনছি ইএমআই-র টাকা', রিয়ার অভিযোগে পাল্টা জবাবে পোস্ট অঙ্কিতার
'সুশান্ত নয় আমিই গুনছি ইএমআই-র টাকা', রিয়ার অভিযোগে পাল্টা জবাবে পোস্ট অঙ্কিতার
- FB
- TW
- Linkdin
ইডি-র জেরার মাঝেই রিয়া করে বসেছেন বিস্ফোরক মন্তব্য। জেরায় তিনি জানিয়েছেন সুশান্ত নাকি অঙ্কিতা লোখান্ডের ফ্ল্যাটের ইএমআই গুনছিলেন।
মুম্বইয়ের মালাড় এলাকায় যেখানে ফ্ল্যাট থাকছেন অঙ্কিতা। সেই ফ্ল্যাটের ইএমআইয়ের বিলের খরচ মেটাতেন সুশান্ত। রিয়ার এই বিস্ফোরক মন্তব্য অঙ্কিতার কান অবধি পৌঁছতে বেশি সময় লাগেনি।
এরপরই রীতিমত ফুঁসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। সুশান্তের সঙ্গে ব্রেক আপ হওয়ার পরও নিজের ফ্ল্যাটের খরচ মেটাবার জন্য টাকা কেন নেবেন অঙ্কিতা, এ প্রসঙ্গ তুলেছিল সুশান্ত এবং অঙ্কিতার ভক্তরা।
এবার সমস্ত প্রশ্নে দাঁড়ি টেনে পোস্ট করলেন বিলের ছবি। অঙ্কিতা বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন, তার ইএমআই-এর চাকা এখনও পর্যন্ত তাঁরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে কাটা হয়।
সেই সমস্ত বিলের ছবি টুইটারে পোস্ট করেছেন অঙ্কিতা। পোস্ট করে লিখেছেন, "সমস্ত গুজবে দাঁড়ি টানলাম। এই হল আমার ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সহ ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্টেটমেন্টের ছবি যেখানে প্রতি মাসে টাকা কাটা হয় ইএমআইয়ের।"
অঙ্কিতার এই পোস্টে তাঁকে সমর্থন জানিয়েছে ভক্তরা। নেটিজেনরা তাঁকে কোনও গুজবে কান দিতে বারণ করে বলেন, সুশান্তের জন্য তিনি সেরা সঙ্গিনী ছিলেন। এবং আজও থাকবেন।
তাদের কথায়, রিয়া চক্রবর্তী এখন পালাবার পথ খুঁজে পাচ্ছেন না বলেই ইডি-র জেরায় মিথ্যে গল্প সাজিয়ে বলছেন। যেখানে তাঁর অ্যাকাউন্টে বিপুল পরিমাণে টাকা সুশান্তের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে।
তাও তিনি অস্বীকার করছেন। তবে ইডি-র হাত থেকে তিনি রক্ষা পাবেন না। সুশান্তের পরিবার সহ, তাঁর ড্রাইভার, পুরনো কর্মীরাও রিয়ার বিরুদ্ধেই নানা বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন।