এই বিশেষ কারণেই বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন অনুষ্কা, বিবাহবার্ষিকীতে ফাঁস 'বিরুষ্কা'র গোপন তথ্য
First Published Dec 11, 2020, 10:47 AM IST
লিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা এখন লাইমলাইটে। আর মাত্র কয়েকমাস। তারপরেই বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। আট মাসের অন্তসত্ত্বা বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বার খুশির খবরের মধ্যেই আজ তৃতীয় বিবাহবার্ষিকী বিরুষ্কার। আজ থেকে ঠিক ৩ বছর আগে ইতালিতে বসেছিল বিরাট-অনুষ্কার রাজকীয় বিয়ের আসর। পুরো বিষয়টাই গোপন রেখে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে সেরেছিলেন বিবাহ অনুষ্ঠান। কিন্তু জানেন কি এই বিশেষ কারণেই বিরাটের গলায় মালা দিয়েছিলেন বলিউডের অনুষ্কা শর্মা।

অনুষ্কা শর্মা। বলিউডের প্রথমসারির অভিনেত্রী । যদিও ভক্তদের ভালবাসায় এই জুটির নাম পরিবর্তন হয়েছে। বিরাট কোহলি- অনুষ্কা শর্মা এখন সকলের বিরুষ্কা।

আজ তৃতীয় বিবাহবার্ষিকী বিরুষ্কার। আজ থেকে ঠিক ৩ বছর আগে ইতালিতে বসেছিল বিরাট-অনুষ্কার রাজকীয় বিয়ের আসর। পুরো বিষয়টাই গোপন রেখে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে সেরেছিলেন বিবাহ অনুষ্ঠান।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন