মনোক্রমে অনুষ্কার বেবি বাম্প, মনে করিয়ে দিল শুভশ্রীর 'মম টু বি'র মুহূর্ত
- FB
- TW
- Linkdin
কালো রঙের স্যুইমওয়ার পরে জলে নেমেছিলেন তিনি। এই সময় নিজেই নিজেকে প্যাম্পার করতে ব্যস্ত অনুষ্কা।
এবার নিজের মনোক্রম ফিল্টার দেওয়া ছবি পোস্ট করলেন অনুষ্কা। চুল উড়ছে হালকা হাওয়ায়।
সাদা কালো ছবিতে ফুটে উঠছে অনুষ্কার প্রেগনেন্সির গ্ল্যামার। এবার অবশ্য আউট অফ ফোকাসে বেবি বাম্প।
তাঁর এই মোনোক্রমে মন ভরেছে ভক্তদের। তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ভক্তদের ফিরিয়ে নিয়ে গিয়েছে থ্রোব্যাকে।
শুভশ্রীর যে সময় অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময় সাদা কালো পোশাক পরে তিনি কয়েকটি ছবি পোস্ট করেছিলেন।
বেবি বাম্প নিয়ে সেই সাদা কালো ছবিগুলি তিনি পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
সেই সাদা কালো ছবির মতই মোনোক্রমে মাতলেন এবার অনুষ্কা। শুভশ্রীর ইউভানকে জন্ম দিতেই আনন্দে আত্মহারা ছিল ভক্তরা।
এবার অনুষ্কার মা হওয়ার জন্য অপেক্ষা করছে তাঁর এবং বিরাট কোহলির অনুরাগীরা।
অনুষ্কার এবং বিরাট গত ২৭ অগাস্ট জানান এই সুখবর। অনুষ্কার বেবি বাম্প দেখেই অবাক সকলে।
আগামী বছর জানুয়ারি নাগার ডেলিভারির ডেট রয়েছেন অনুষ্কার। সেই অপেক্ষার প্রহরই গুনছে সকল ভক্তরা।