গুজবই হল সত্যি, গত কয়েকমাসে একাধিকবার ভাইরাল অনুষ্কার প্রেগনেন্সির খবর
- FB
- TW
- Linkdin
বিয়ের পর থেকেই একটাই প্রশ্ন শুনে আসছেন বিরুষ্কা, কবে তাঁরা সন্তানের বিষয় কোনও সিদ্ধান্ত নেবেন। প্রকাশ্যে একাধিকবার এই নিয়ে প্রশ্ন করা হয় তাঁদের।
বিরাট কোহলি একবার মুখ খুলে এই নিয়ে মন্তব্য করে জানিয়েছিলেন, এই খবর চেপে রাখার নয়। তাই সকলেই জানতে পারবেন।
একইভাবে ভাইরাল হয়েছিল বিরাট অনুষ্কার বিয়ের খবর। তার কয়েকদিন মধ্যে বিের খবর সত্যি বলেই প্রমাণিত হয়।
এবারও নেটিজেনদের গুজবই হল সত্যি। লকডাউনের আগে থেকেই একাধিকবার নেট দুনিয়ায় ভাইরাল অনুষ্কা ও বিরাটের সন্তান নেওয়ার খবর।
কয়েকদিন আগেই একবার ছড়িয়ে পড়েছিল অনুষ্কা মা হতে চলেছে। একটি ঢিলে জামা পড়ে তাঁকে দেখা যায় এয়ারপোর্টের বাইরে। তখন থেকেই শুরু গুজব।
এরপর আরও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে অনুষ্কা ও বিরাটের ঘরে নতুন সদস্য আসার খবর। তবে সেই খবরে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ঝড়।
কেবল ভুয়ো খবর নয়, একেবারে ভুয়ো ছবি। সামনে এসেছিল অনুষ্কা শর্মার বেবিবাম্পের ছবি। সাদা কালো ফ্রেমে ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল।
মুহূর্তে তা ফ্যাক্ট চেকের আওতায় আসে। এবং দেখা যায় তা জেনেলিয়া ও রীতেশ দেশমুখের প্রেগনেন্সি ফোটোশ্যুটের ছবি।
তবে লকডাউনে এই ভাইরাল হওয়া গুঞ্জণই হল সত্যি। সামনে এলো এবার সত্যিকারের অনুষ্কার মা হওয়ার খবর।
বিরাট একটি পোস্ট শেয়ার করে লেখেন, জানুয়ায়ী ২০২১-এই নতুন সদস্য আসবে ঘরে। এবার দুই থেকে তিন হওয়ার পথে দুই তারকা।