- Home
- Entertainment
- Bollywood
- জানেন কি, সোনমের জন্য বেদম মার, ঘুঁষি খেয়ে চোখে কালশিটে পড়েছিল অর্জুনের, পরিণতি ভয়ঙ্কর
জানেন কি, সোনমের জন্য বেদম মার, ঘুঁষি খেয়ে চোখে কালশিটে পড়েছিল অর্জুনের, পরিণতি ভয়ঙ্কর
- FB
- TW
- Linkdin
সোনম কাপুর এবং অর্জুন কাপুরের সম্পর্কের কথা সকলের জানা। ভাই ও বোনের বন্ডিং বলিউডের অলিতে গলিতে। মাত্র কয়েকদিনের ছোট বড় অর্জুন ও সোনম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ছোটবেলার কথা শেয়ার করেছেন অর্জুন। সোনম এবং অর্জুন একই স্কুলে পড়তেন। এবং দুজনেই বাস্কেট বল খেলতে পছন্দ করেন।
একবার একটি ছেলে সোনমকে খারাপ কথা বলেছিল। কিন্তু সেইসময় বোনের প্রতি দুর্ব্যবহার দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি অর্জুন। সপাটে মেরেছিলেন ছেলেটিকে।
সোনমকে অশ্লীল মন্তব্য করতেই তেড়ে গিয়ে মেরেছিলেন অর্জুন। যার বিপরীতে ছেলেটির কাছ থেকে খুব মার খেয়েছিলেন অর্জুন।
বোনের জন্য বেধড়ক মার যেমন জুটেছিল তেমনই এর পাশাপাশি জোরালো ঘুঁষি খেয়ে কালশিটে পড়ে গিয়েছিল অর্জুনের চোখে।
স্কুলে মারপিট করার কারণে সাসপেন্ড করা হয়েছিল অর্জুন কাপুরকে। এত নোংরা গালাগালির কারণেই ঝামেলা বড় আকার ধারণ করেছিল।
মারপিঠের খেসারত দিতে ডাক্তারের কাছে যেতে হয়েছিল অর্জুনকে। পরে অর্জুন জানতে পারেন ছেলেটি জাতীয় স্তরের বক্সিং খেলোয়াড়।