- Home
- Entertainment
- Bollywood
- অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইতে বিহার পুলিশ, নজরে সুশান্ত মৃত্যু তদন্তের তথ্য
অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইতে বিহার পুলিশ, নজরে সুশান্ত মৃত্যু তদন্তের তথ্য
- FB
- TW
- Linkdin
সুশান্তের মৃত্যুর পরই তদন্তে নেমে ছিলেন মুম্বই পুলিশ। একের পর এক জেরার তালিকাতে যুক্ত হয়েছিল ঘনিষ্ট মহলের নাম।
সেই তালিকা থেকে বাদ পড়েনি সুশান্তের পরিবারও। প্রয়াত অভিনেতার বাবাকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়। তবে এবার তদন্ত নিল নয়া মোড়।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মুম্বই পুলিশ একের পর এক জেরা করেছেন মোট ৩৭ জনকে। এরই মধ্যে একাধিকবার উঠে এসেছে রিয়ার নাম।
এবার রিয়া চক্রবর্তীর মানে এক দীর্ঘ সাত দফার লিখিত অভিযোগ দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা। সেখানেই উঠে এলো রিয়াকে ঘিরে একাধিক প্রশ্ন, যা সুশান্তের পরিবার থেকে খোলসা করা হয়।
লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তড়িঘড়ি মুম্বইয়ের পথে বেরিয়ে পড়েছিলেন বিহার পুলিশ। বুধবার সেখানেই পৌঁচ্ছল এই টিম।
তাঁদের লক্ষ্য পুণরায়ল ক্ষতিয়ে দেখা দিশার মৃত্যু সংক্রান্ত তথ্য। সুশান্তের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে তিনিও আত্মহত্যা করেন।
পাশাপাশি সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতে পারেন রিয়া, সেই অনুমান করেই তড়িঘড়ি অগ্রিম জামিনের আবেদন করলেন রিয়া চক্রবর্তী।
এই অভিযোগের পরই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, জানালেন, 'সত্যের জয় হবেই'। এখন অপেক্ষা কোন দিকে মোড় নেয় এই তদন্ত।