ঠিকরে বেরোচ্ছে শরীরী আগুন, নেটদুনিয়ার 'হটকেক' মিনিষা
- FB
- TW
- Linkdin
কলেজে পড়াশোনাকালীন মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মিনিষা। সাংবাদিক হওয়ার ইচ্ছে থেকে আজ তিনি বলিউডের অভিনেত্রী। কিন্তু মডেলিংই তার কেরিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।
২০০৫ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল মিনিষা লাম্বার। বিজ্ঞাপন দিয়েই নজর কেড়েছিলেন অভিনেত্রী। তারপর মডেলিং করতে করতেই অভিনয়ে সুযোগ পান অভিনেত্রী।
লকডাউনের মধ্যেও ঘরবন্দি হয়েও সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের নজর আটকে রাখতে একের পর এক ছবি শেয়ার করছেন মিনিষা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফ্লাওয়ার প্রিন্টের মনোকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন বলি অভিনেত্রী।
তার এই ছবি দেখতেই ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়। লকডাউনের মধ্যে নেটদুনিয়া মাতাচ্ছে মিনিষার এই ছবি।
'বচনা অ্যায় হাসিনো'র সেই মিষ্টি মেয়েটিই এখন নেটদুনিয়ার 'হটকেক'।
শরীরী উষ্ণতায় লাস্যময়ীর প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বয়স বাড়লে মনটা যেন ছোটই রয়ে গেছে। ৩৫ পেরিয়েই ফিটনেসের দিক থেকে এখনও যে কাউকে টক্কর দিতে পারেন মিনিষা। বয়স যেন বাড়ার বদলে ক্রমশ কমছে।
শেষবারের মতো ২০১৭ সালে মিনিশাকে বড়পর্দায় দেখা গিয়েছে।
বিগবসের ঘরেও অংশ নিয়েছিলেন মিনিষা। সেইসময় তার প্রেমের সম্পর্ক নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল। যদিও পরে তা গুজব বলে প্রমাণিত হয়েছিল।